সৃজিত মিথিলার বিয়ে
বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী, মডেল ও উপস্থাপক মিথিলা ও ভারতের এ সময়ের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি বিয়ে বন্ধনে আবদ্ধ হতে চলেছেন।
অনেক দিন থেকেই তাঁদের প্রেমের খবর আলোচিত হচ্ছে। মিথিলার ফুফাতো ভাই জনপ্রিয় সংগীতশিল্পী অর্ণব জানিয়েছেন, আগামী ডিসেম্বরে সৃজিত মুখার্জি আর মিথিলার বিয়ের সম্ভাবনা আছে।
এদিকে আজ দুপুরে টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, আগামী বছর ২২ ফেব্রুয়ারি বিয়ে করবেন সৃজিত মুখার্জি ও মিথিলা। ভারতের এই পত্রিকার অনলাইন সংস্করণকে তা নিশ্চিত করেছেন সৃজিতের একজন ঘনিষ্ঠ বন্ধু।
এ ব্যাপারে কথা বলার জন্য মিথিলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। এ সময় তাঁর মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। অর্ণব আরও জানিয়েছেন, গত শুক্রবার সৃজিত মুখার্জি ঢাকায় আসেন। আজ সকালে তিনি কলকাতায় ফিরে গেছেন।
সৃজিত আর মিথিলাকে সর্বশেষ দেখা গেছে ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফোক ফেস্টে। এর আগে কলকাতায় দুর্গাপূজায় অষ্টমীর দিন তাঁরা একসঙ্গে ঘুরেছেন পূজামণ্ডপে। তাঁদের সেসব ছবি ভাইরাল হয়েছে অন্তর্জালের দুনিয়ায়। আর সেসব ছবির নিচে জড়ো হয়েছে লাখ লাখ লাইক ও মন্তব্য। সেখানে অষ্টমীর শুভেচ্ছা জানানোর পাশাপাশি ছবির মানুষদের অভিনন্দন জানিয়েছেন ভক্তরা।
এক বন্ধু লিখেছেন, ‘গুজব তাহলে সত্য ছিল...আপনাদের বিবাহবন্ধনের জন্য অভিনন্দন!’ অভিনেত্রী স্বাতী বসু মুখার্জি লিখেছেন, ‘ভালো থেকো, ভালো রেখো।’ সৌরভ নন্দী নামের এক ভক্ত লিখেছেন, ‘ভালো, দুই বাংলা জুড়ে যাবে।’
ঢাকায় বন্ধুদের সঙ্গে সৃজিত মুখার্জি, অর্ণব ও মিথিলা। ছবি: ফেসবুক থেকে নেওয়াগত ২৩ সেপ্টেম্বর ছিল সৃজিত মুখার্জির জন্মদিন। ওই দিন কেক কাটার অনুষ্ঠানে সৃজিতের পরিবারের সঙ্গে উপস্থিত ছিলেন মিথিলা। এর আগে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ঈদের ছুটিতেও মিথিলা কলকাতায় এসে সৃজিতের সঙ্গে দেখা করেছেন। যদিও তাঁদের প্রেমের সম্পর্কে জানতে চাওয়া হলে মিথিলা বরাবরই মিষ্টি হেসে জানিয়েছেন, তাঁরা কেবলই ভালো বন্ধু।
ঢাকায় একটি শপিং মলে সৃজিত মুখার্জি ও অর্ণব। ছবি: ফেসবুক থেকে নেওয়ামিথিলার সঙ্গে সম্পর্ক নিয়ে গত মার্চে সৃজিত মুখার্জি প্রথম আলোকে বলেছেন, ‘আমি ২০১০ সাল থেকে আজ পর্যন্ত যে কজন নায়িকার সঙ্গে কাজ করেছি, তাঁদের মধ্যে ৯০ শতাংশের সঙ্গে এমন জল্পনা হয়েছে। এটাকে আমি পেশাগত বিড়ম্বনা হিসেবে মেনে নিয়েছি। ঐতিহাসিকভাবে দেখলে এসব জল্পনা অধিকাংশ সময়ই ভিত্তিহীন হয়েছে, আর কিছু সময়ে সঠিক হয়েছে। যেহেতু আমি ভবিষ্যৎ সম্পর্কে কিছু জানি না, তাই ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে বলা মুশকিল। তবে মিথিলা আমার ভালো বন্ধু, তা নিয়ে কোনো সংশয় নেই।’
#এসএস/বিবি/১৮ ১১ ২০১৯
Share with others:
Recent Posts
Recently published articles!
-
জাতীয় ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
জাতীয় ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
বিশ্ব ডেস্ক, বিবি