মহাভারতে হৃত্বিক ও দীপিকা
মহাভারত চলচ্চিত্রে কৃষ্ণের ভূমিকায় দেখা যেতে পারে ‘গ্রিক গড’ খ্যাত হৃত্বিক রোশনকে। ছবির নির্মাতা হৃত্বিকের কাছে কৃষ্ণের ভূমিকায় অভিনয় করার প্রস্তাব দিয়েছেন এবং নায়ক তা গ্রহণ করেছেন। আর দীপিকা অভিনয় করবেন দ্রৌপদী চরিত্রে।
বলিউডে সূত্রে খবর, পরিচালক নীতিশ তিওয়ারি তিন ভাগে মহাভারতের গোটা কাহিনিকে চলচ্চিত্রের আকারে নিয়ে আসতে চলেছেন। সেখানে দীপিকা পাড়ুকোন দ্রৌপদীর ভূমিকাটি করবেন বলে ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে। শুধু দ্রৌপদীর ভূমিকায় অভিনয় নয়, দীপিকা এই ছবিটি প্রযোজনা করবেন বলেও গত অক্টোবরে ঘোষণা করা হয়।
‘মহাভারত’ হবে নায়িকার তৃতীয় ছবি আর হৃত্বিকের বিপরীতে প্রথম। এখানে দ্রৌপদীর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে নিজেকে সম্মানিত বোধ করছেন দীপিকা। এটি তার কেরিয়ারের সেরা চরিত্র হতে চলেছে বলেও আশা প্রকাশ করেন।
#এসএস/বিবি/২৬ ১২ ২০১৯
Share with others:
Recent Posts
Recently published articles!
-
জাতীয় ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
জাতীয় ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
বিশ্ব ডেস্ক, বিবি