ঢাকা মাতাবেন সালমান ক্যাটরিনা

ঢাকা মাতাবেন সালমান ক্যাটরিনা

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে আসছেন বলিউডের জনপ্রিয় দুই তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া ভারতীয় তারকা শিল্পীদের মধ্যে আরও থাকছেন সনু নিগম ও কৈলাস খের। বাংলাদেশের শিল্পীদের মধ্যে আছেন জেমস ও মমতাজ। জমকালো এই অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিসিবি আগেই জানিয়েছে, এবার বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে জৌলুশের কমতি থাকবে না। জৌলুশ বাড়াতে সর্বোচ্চ চেষ্টা করছেন আয়োজকেরা। ৮ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠান। বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বিকেল পাঁচটায়। আর ব্যাটে বলের লড়াই শুরু হবে ১১ ডিসেম্বর।

#এসএস/বিবি/০২ ১২ ২০১৯


বিনোদন ডেস্ক, বিবি
Published at: রবি, ডিসেম্বর ১, ২০১৯ ১০:১৫ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!