শাকিবের ছবি ছাড়া ভক্তদের ঈদ যেন অসম্পূর্ণ

শাকিবের ছবি ছাড়া ভক্তদের ঈদ যেন অসম্পূর্ণ

ঈদ মানেই খুশির উৎসব। আর এই উৎসবে উপরি পাওনা দিয়ে আসছেন ঢালিউড কিং শাকিব খান। ২০০৫ সাল থেকে প্রত্যেক ঈদে সিনেমা হলে মুক্তি পেয়ে আসছে শাকিব খান অভিনীত সর্বাধিক ছবি। কিন্তু করোনা প্রাদুর্ভাবে বড় পর্দায় শাকিবের ছবি থেকে বঞ্চিত হচ্ছেন দর্শকরা।

এবার ঈদের জন্য শাকিব খান অভিনীত 'বিদ্রোহী' এবং 'শাহেনশাহ' ছবি দুটি মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে অপেক্ষায় ছিল। কিন্তু দিন শেষে করোনা কোনোটাই হতে দেয়নি। এছাড়া ঈদুল আজহা টার্গেট করে নির্মাতা অনন্য মামুন শাকিব খানকে নিয়ে 'নবাব এল.এল.বি' শিরোনামের একটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। করোনা আতঙ্কে এখনও শুটিং ফ্লোর অব্দি পৌঁছাতে পারেনি সিনেমাটি।

তবে,শাকিব ভক্তদের হতাশা কিছুটা দূর করছে ছোটপর্দার টিভি চ্যানেলগুলো। এবারের ঈদে বড় পর্দায় শাকিব খানের উপস্থিতি না মিললেও ঈদের ৭ দিন জুড়েই ছোট পর্দায় থাকছে খান সাহেবের রাজত্ব।

দেশের প্রত্যেকট টিভি চ্যানেলের ঈদ অনুষ্ঠানমালায় এক ডজনেরও বেশি শাকিব অভিনীত সিনেমা প্রদর্শন করবে। যার মধ্যে শুধুমাত্র নাগরিক টিভিতে প্রদর্শিত হবে শাকিবের ২২ টি সিনেমা।

#এসকেএস/বিবি/০১ ০৮ ২০২০


বিনোদন ডেস্ক, বিবি
Published at: শুক্র, জুলাই ৩১, ২০২০ ৫:০৮ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!