তাঁরা সেরা করদাতা তারকা…
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এবারের সেরা করদাতা হয়েছেন চলচ্চিত্রাভিনেত্রী ববিতা. গায়িকা মমতাজ, ক্রিকেটার মাশরাফি, সাকিব, তামিমসহ অনেকে। তারা পাবেন সেরা করদাতা কার্ড।
বুধবার (৬ নভেম্বর) এনবিআরের প্রকাশিত এবারের সেরা করদাতা তালিকায় নাম উঠেছে ৭৬ ব্যক্তি ও ৬৭ প্রতিষ্ঠানের। আগামী ১৪ নভেম্বর রাজধানীতে এক অনুষ্ঠানের মাধ্যমে সেরা করদাতা ও প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের হাতে কর কার্ড তুলে দেওয়া হবে।
সেরা করদাতা তালিকায় খেলোয়াড়দের মধ্যে আছেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান, ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল।
চলচ্চিত্র জগতের সাড়া জাগানো বেশ কয়েকজন তারকাও আছেন তালিকায়। অভিনেতা অভিনেত্রীদের মধ্যে ফরিদা আক্তার ববিতা, শাকিব খান, আনিসুল ইসলাম হিরু রয়েছেন। গায়ক তাহসান রহমান খান ও গায়িকা মমতাজও আছেন এই তালিকায়। আছেন আরেক সঙ্গীতশিল্পী এসডি রুবেল।
কর কার্ড পাওয়া ব্যক্তিরা বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা পেয়ে থাকেন। যেমন বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিংয়ে অগ্রাধিকার, কর কার্ডধারী নিজে ও তার স্ত্রী বা স্বামী, নির্ভরশীল সন্তানের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধা প্রাপ্তিতে অগ্রাধিকার, আকাশ, রেল ও জলপথে সরকারি যানবাহনে টিকিট প্রাপ্তিতে অগ্রাধিকার এবং জাতীয় অনুষ্ঠানে এবং সিটি করপোরেশন ও পৌরসভাসহ স্থানীয় সরকার কর্তৃক আয়োজিত সংবর্ধনায় আমন্ত্রণ। এই কর কার্ডের মেয়াদ হবে এক বছর।
টিএমএইচ/বিবি/০৯ ১১ ২০১৯
Share with others:
Recent Posts
Recently published articles!
-
জাতীয় ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
জাতীয় ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
বিশ্ব ডেস্ক, বিবি