রিটার্ন জমা ২৩ লাখ...
এক মাস সময় বাড়ানোর পরও তিন ভাগের দুই ভাগ টিআইএনধারীই আয়কর রিটার্ন জমা দেননি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন, চলতি অর্থবছরে ২ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা হয়েছে প্রায় ২৩ লাখ।
যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় সাত ভাগ বেশি। ব্যক্তি শ্রেণির এসব রিটার্নে কর আদায় হয়েছে প্রায় তিন হাজার দুশো কোটি। রিটার্ন বাড়লেও এবার কর আদায় কমেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, কালো টাকা সাদা কম হওয়ায় এবার কর আদায় কমেছে। গত অর্থবছরে প্রায় ২৪ লাখ রিটার্ন জমা হয়। তাদের মতে, সময় শেষ হলেও জরিমানা দিয়ে অনেকেই রিটার্ন জমা দেবেন।
ফলে বছর শেষে রিটার্ন জমার সংখ্যা হতে পারে ২৫ লাখের বেশি। তবে যারা নিবন্ধন থাকা সত্বেও রিটার্ন দিচ্ছেন না তাদের প্রতি এখনই কঠোর হওয়ার পক্ষে নয় এনবিআর।
বিশেষ বিবেচনায় ব্যক্তি শ্রেণির আয়কর রিটার্ন দাখিলের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছিলো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এদিকে ৩১ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি হওয়ার কারণে রিটার্ন দাখিলের সুযোগ রোববার (২ জানুয়ারি) পর্যন্ত বাড়ানো হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগ জানিয়েছিল, গত নভেম্বর মাস পর্যন্ত প্রায় ১৮ লাখ করদাতা রিটার্ন জমা দিয়েছে। তবে সময় বাড়ানোর পর এখন পর্যন্ত কতজন আয়কর রিটার্ন জমা দিয়েছে, তার চূড়ান্ত হিসাব এনবিআর এখনও করেনি।
#তমহ/বিবি/০৬ ০১ ২০২২
Share with others:
Recent Posts
Recently published articles!
-
জাতীয় ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
জাতীয় ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
বিশ্ব ডেস্ক, বিবি