বধূ হলেন এশা ইউসুফ

বধূ হলেন এশা ইউসুফ

অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মঞ্চ কন্যা এশা ইউসুফ। তিনি আমাদের অতি পরিচিত মুখ নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু এবং শিমুল ইউসুফের মেয়ে । এশার বর দীর্ঘদিনের কলকাতার পরিচিত সাকী ব্যানার্জী।

১১ অক্টোবর কলকাতার একটি রেস্তোরায় ঘরোয়া আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয়েছে।
সাংস্কৃতিক পরিবারে বেড়ে উঠা এশা জড়িত আছেন মঞ্চের সঙ্গে। আর তার স্বামী সাকী কলকাতার শ্রোতাপ্রিয় ব্যান্ড ক্যাকটাস’ এর ভোকাল এবং গীতিকার।বাংলাদেশেও তিনি নিয়মিত কাজ করছেন। গত বছর ঢাকা থিয়েটারের ‘পুত্র’ নাটকের সংগীতায়োজন করেন সাকী।
জানা গেছে, এশা সাকীর বিয়েতে অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন ফারহিন খান জয়িতা এবং মোস্তাফিজ শাহীন।
এদিকে এশা ইউসুফ মঞ্চ নাটকের পাশাপাশি নির্বাহী প্রযোজক হিসেবে নিয়মিত কাজ করছেন। ‘আয়নাবাজী’ এবং ‘গেরিলা’ ছবির নির্বাহী প্রযোজক হিসেবে ছিলেন তিনি।


#এসএস/বিবি/১৭ ১০ ২০১৯


বিনোদন ডেস্ক, বিবি
Published at: বৃহঃ, অক্টোবর ১৭, ২০১৯ ১২:৩৪ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!