আবার অসুস্থ এটিএম শামসুজ্জামান

আবার অসুস্থ এটিএম শামসুজ্জামান

পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদক পাওয়া ঢালিউডের কিংবদন্তি প্রবীণ অভিনয়শিল্পী এটিএম শামসুজ্জামান গুরুতর অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, এটিএম শামসুজ্জামান মলত্যাগের জটিলতায় ভুগছেন। তিন দিন ধরে মলত্যাগ করতে পারছেন না তিনি। ফলে পেটে ব্যথা ও গ্যাসের সমস্যা দেখা দিয়েছে।

দুপুর ১২টায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে দেখার পর ভর্তির পরামর্শ দেন। পরে তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের কেবিন ব্লকের ৩২২ রুমে ভর্তি করা হয়েছে।

এর আগে গত ২৬ এপ্রিল পরিপাকতন্ত্রের সমস্যা নিয়ে রাজধানীর পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি হন এটিএম। পাশাপাশি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। দুই মাস ওই হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা চলে এই অভিনেতার। সেখান থেকেই বাসায় ফিরেন তিনি।

#এসএস/বিবি/২৬ ১১ ২০১৯


বিনোদন ডেস্ক, বিবি
Published at: সোম, নভেম্বর ২৫, ২০১৯ ৯:৩০ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!