রাজধানীতে ‘জোকার’

রাজধানীতে ‘জোকার’

বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাচ্ছে সাড়ে পাঁচ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ডিসি ফিল্মসের চলচ্চিত্র ‘জোকার’। ৪ অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ছবিটি

গোথাম শহরের এক ব্যর্থ কমেডিয়ানের গল্পে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। শিল্পীর সম্মানের বদলে অবহেলা অশ্রদ্ধায় ঠকতে ঠকতে একসময় উন্মাদ হয়ে যায় সে। একপর্যায়ে নিজেই হয়ে পড়ে নৃশংস অপরাধী।

ভেনিস চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার প্রদর্শনীর পর দর্শক সমালোচকরা এর উচ্ছ্বসিত প্রশংসা করছেন। নামচরিত্রের অভিনেতা জোয়াকুইন ফিনিক্স ভেসেছেন প্রশংসার জোয়ারে।

জোয়াকুইন ফিনিক্স হলেন ডিসি কমিকস্ সিরিজের সবচেয়ে ভয়ংকর সুপার ভিলেন চরিত্রের রূপদানকারী। ‘দ্য ব্যাটম্যান’ সিনেমার প্রতিশোধ পরায়ন তুখোড় খলনায়ক ছিলেন তিনি।

এবার টড ফিলিপস্ পরিচালিত ‘জোকার’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন এই অভিনেতা। ‘জোকার’ ডিসি কমিকস ইউনিভার্সের অংশ হলেও এতে ব্যাটম্যান বা অন্য কোনো সুপারহিরোকে যুক্ত করা হয়নি। গল্প আবর্তিত হয়েছে শুধু জোকারকে কেন্দ্র করে।


#এসএস/বিবি/০৩ ১০ ২০১৯


বিনোদন ডেস্ক, বিবি
Published at: শুক্র, অক্টোবর ৪, ২০১৯ ১২:০৪ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!