১৬ অক্টোবর খুলছে সিনেমা হল

১৬ অক্টোবর খুলছে সিনেমা হল

আসন সংখ্যার কমপক্ষে অর্ধেক খালি রাখার শর্তে ১৬ অক্টোবর থেকে সারা দেশের সিনেমা হলগুলোতে চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। খবর বাসস।

করোনাভাইরাস (কোভিড ১৯) এর বর্তমান পরিস্থিতি বিবেচনায় হল কর্তৃপক্ষকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বলা হয়েছে সরকারি তথ্যবিবরণীতে।

দেশে গত ৮ মার্চ প্রথম তিনজনের শরীরে করোনা শনাক্তের কথা জানিয়েছিল আইইডিসিআর। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার।

ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি বেসরকারি অফিস। বন্ধ হয় সিনেমা হলও। কয়েক দফা বাড়ানো হয় সেই ছুটি। ৭ম দফায় বাড়ানো ছুটি চলে ৩০ মে পর্যন্ত। ৩১ মে থেকে সাধারণ ছুটি উঠে যায়। কিন্তু সিনেমা হলগুলো খোলার অনুমতি দেয়নি সরকার। এ নিয়ে সরকারের কাছে বারবার আবেদন জানান হল মালিকরা।

পরে চলচ্চিত্র অঙ্গণের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খোলার বিষয়ে জানান।

#এসকেএস/বিবি/১৫ ১০ ২০২০


বিনোদন ডেস্ক, বিবি
Published at: বুধ, অক্টোবর ১৪, ২০২০ ১০:৩৩ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!