অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত

অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত

বলিউড অভিনেতা অভিতাভ বচ্চন করোনায় আক্রান্ত। চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন মুম্বাইয়ের নানাবতী সুপার স্পেশালিটি হসপিটালে। কভিড ১৯ এ আক্রান্ত হওয়ার খবর নিজেই টুইট করে জানিয়েন অভিতাম।

বিগ বি খ্যাত এই অভিনেতা টুইট করেছেন, 'আমাদের কোভিড ১৯ এর টেস্ট পজিটিভ এসেছে। আমাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আমার পরিবারের সমস্ত সদস্য ও কর্মীদের টেস্ট করা হচ্ছে। এখন রিপোর্ট আসার অপেক্ষা। পরিবারের সকলেই গত ১০দিন ধরে আমার কাছাকাছিই থাকতেন। এখন সকলকেই পরীক্ষা করতে বলা হয়েছে।’

অমিতাভ বচ্চনের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, ৭৭ বছরের বর্ষীয়ান অভিনেতাকে শেষবার 'গুলাবো সিতাবো' ছবিতে দেখা গিয়েছে। অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় রণবীর আলিয়া জুটির 'ব্রহ্মাস্ত্র' ছবিতেও দেখা যাবে তাকে।

সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতি ১২ তম সিজনের শ্যুটিং করছিলেন বিগ বি। যদিও করোনা পরিস্থিতিতে সিনিয়ার সিটিজেনদের জন্য সরকারের নিয়মবিধির জন্য সেই কাজ শেষ করতে পারেননি তিনি।

#এসকেএস/বিবি/১৫ ০৭ ২০২০


বিনোদন ডেস্ক, বিবি
Published at: মঙ্গল, জুলাই ১৪, ২০২০ ১২:৩৫ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!