সেন্সর বোর্ডে মায়া নিয়ে আপত্তি
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড নির্মাতা মাসুদ পথিকের চলচ্চিত্র ‘মায়া দ্য লস্ট মাদার’র একাধিক ‘যৌনদৃশ্যে’ ও একটি ‘আপত্তিকর’ সংলাপে আপত্তি জানিয়েছে । বৃহস্পতিবার ছবিটি দেখার পর সেন্সর বোর্ডের এক পর্যবেক্ষণে জানানো হয়েছে, ছবির একাধিক ‘যৌনদৃশ্য’ ও ‘আপত্তিকর’ সংলাপ কর্তন সাপেক্ষে ছবিটি সেন্সর ছাড়পত্র পেতে পারে। বিষয়টি শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রযোজককে অবহিত করা হবে।
বিষয়টি নিয়ে মাসুদ পথিক বলেন, আমরা এখনও জানি না কোন দৃশ্যগুলো বাদ দিতে হবে। চিঠি আসার পর বিষয়টি নিয়ে বিস্তারিত বলতে পারব। যদি কোনো দৃশ্য অমূলক হয় তাহলে কেটে ফেলতে হবে।
সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবীর বলেন, “নায়ক নায়িকার শারীরিক সম্পর্কের দৃশ্যটি সিনেমায় না থাকলেও চলবে বলে মনে করছে সেন্সর বোর্ড। …যদিও এটি খুব মাইনর বিষয়। কিন্তু দৃশ্যগুলো কাট করতে হবে।“
ছবির নির্মাণের প্রশংসা করে তিনি বলেন, “খুব সুন্দর একটা ছবি করেছে। ছবিটা অসাধারণ ছবি হয়েছে।” শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘ওমেন' ও কবি কামাল চৌধুরীর 'যুদ্ধশিশু' কবিতা অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরে মুক্তি পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন নির্মাতা।
এতে অভিনয় করেছেন মুমতাজ সরকার (ভারত), প্রাণ রায়, জ্যোতিকা জ্যোতি, দেবাশিষ কায়সার, সৈয়দ হাসান ইমাম, ঝুনা চৌধুরী, নারগিস আক্তার, লীনা ফেরদৌসী, ড. শাহাদাত হোসেন নিপু, আসলাম সানী ও মজিদ প্রমুখ। ব্রাত্য ক্রিয়েশন প্রযোজিত এই সিনেমাতে গান করেছেন ইমন চৌধুরী, বেলাল খান, কুনাল, ঐশী, পুজা ও মমতাজ।
#এসএস/বিবি/২৮ ১১ ২০১৯
Share with others:
Recent Posts
Recently published articles!
-
জাতীয় ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
জাতীয় ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
বিশ্ব ডেস্ক, বিবি