চক্ষুসেবায় ফারিয়া
ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় এই অভিনেত্রী এবার অংশ নিলেন সামাজিক সচেতনতামূলক কাজে। রোটারি ক্লাব অব ঢাকা সেন্টালের আয়োজনে বিনামূল্যে চক্ষুসেবা কার্যক্রমে অংশ নিয়েছেন তিনি। ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত বীর প্রতীক লেফটেন্যান্ট জেনারেল এম. হারুন অর রশিদ উচ্চ বিদ্যালয়ে বুধবার এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ফারিয়া বলেন, ‘আজ সকাল থেকেই আমাদের স্কুল বীর প্রতীক লেফটেন্যান্ট জেনারেল এম. হারুন অর রশিদ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষুসেবার আয়োজন করা হয়েছে। এই সেবা নিতে আশপাশের গ্রাম থেকে অসংখ্য মানুষ এসেছে। আমি মনে করি, এমন উদ্যোগ দেশের প্রতিটি জেলায় বারবার হওয়া দরকার।’
এদিকে, আগামী মাসের ১ তারিখ শুটিং করতে ইতালি যাচ্ছেন ফারিয়া। দেশে ফিরেই তিনি অংশ নেবেন ‘অপারেশন সুন্দরবন’ ছবির শুটিংয়ে। এটি নির্মাণ করছেন দীপংকর দীপন। র্যাব ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় ছবিটি প্রযোজনা করছে থ্রি হুইলারস লিমিটেড।
নির্মাতা জানান, ‘অপারেশন সুন্দরবন’ ছবির মধ্য দিয়ে র্যাবের সুন্দরবনের দুঃসাহসিক সব অভিযানের পাশাপাশি এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরা হবে।
এছাড়াও সম্প্রতি এই অভিনেত্রী নাম লিখেছেন উদ্যোক্তা হিসেবে। রাজধানীর বনানীতে ফারিয়া ও তার বোন ইসরাত জাহান মারিয়া মিলে চালু করেছেন মেকআপ স্টুডিও “মারিয়া’স ব্রাইডাল স্টুডিও”।
#এসএস/বিবি/২৭ ১১ ২০১৯
Share with others:
Recent Posts
Recently published articles!
-
জাতীয় ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
জাতীয় ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
বিশ্ব ডেস্ক, বিবি