ফিলিপাইনের পুরস্কারে অন্তু করিম
মডেল ও অভিনেতা অন্তু করিম পেয়েছেন তরুণ উদ্যোক্তা হিসেবে ‘ইয়ুথ আইকন অ্যাওয়ার্ড ২০১৯’ পুরস্কার । ২৯ নভেম্বর ফিলিপাইনের ম্যানিলায় ম্যানিলা গ্র্যান্ড অপেরা হোটেলে গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের আয়োজনে এশিয়ান ইয়ুথ লিডারশিপ সামিটে এ পুরস্কার দেওয়া হয়। মডেল ও অভিনেতা অন্তু করিম তার এ পুরস্কার বাংলাদেশি তরুণদের উদ্দেশে উৎসর্গ করেন।
অন্তুকে একজন অভিনেতা ও মডেল হিসেবেই বেশি চেনে তার ভক্তরা। কিন্তু তার এই পুরস্কার অভিনয়ের জন্য নয়। এটি পেয়েছেন তিনি উদ্যোক্তা ও সামাজিক কর্মকাণ্ডের জন্য।
অন্তু করিম বলেন, ‘সবাইকে জানানো দরকার, আমি একজন উদ্যোক্তা ও ব্যবসায়ী এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য এই পুরস্কার পাচ্ছি। অনেকেই জানে না আমি ব্যবসা করি। পাশাপাশি আমি শিশুস্বাস্থ্য এবং পাট ও পাটপণ্য নিয়ে কাজ করছি অনেক দিন ধরে।’
কোনো পুরস্কার পাওয়ার জন্য অন্তু এসব কাজ করেন তা নয়, তবে কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার অনুপ্রেরণা হিসেবে কাজ করে বলে জানান। অন্তু বলেন, ‘এই প্রাপ্তিতে আমি আনন্দিত। বিশ্বদরবারে দেশের পতাকা দেখতে পাব, এর চেয়ে আর বড় কী হতে পারে!’
দেশের তরুণ উদ্যোক্তাদের বিপুল সম্ভাবনা দেখছেন অন্তু। বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে। দেশে তৈরি হচ্ছে অনেক ভালো ভালো উদ্যোক্তা। শুধু পুরস্কার পাওয়ার জন্য নয়, দেশের হয়ে কাজ করার জন্য, দেশকে নিয়ে বিশ্বে প্রতিনিধিত্ব করার জন্য তৈরি হচ্ছে অনেকেই।’
এশিয়ান ইয়ুথ লিডারশিপ সামিটের চেয়ারম্যান রবিন কার্লো এইচ রাইস এবং গ্লোবাল প্রেসিডেন্ট দিয়াকর আরিয়াল স্বাক্ষরিত আমন্ত্রণপত্র থেকে জানা যায়, যুবশক্তি, সামাজিক কল্যাণমূলক কাজে অসাধারণ আবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেয়া হয়।
#এসএস/বিবি/৩০ ১১ ২০১৯
Share with others:
Recent Posts
Recently published articles!
-
জাতীয় ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
জাতীয় ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
বিশ্ব ডেস্ক, বিবি