বাণিজ্যমেলা শেষ হবে ছয় ফেব্রুয়ারি

বাণিজ্যমেলা শেষ হবে ছয় ফেব্রুয়ারি

আবার বাড়ানো হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার সময়। ৩ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় মেলার সময় আরও ২ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেয়। ফলে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত থাকছে এবারের বাণিজ্যমেলা। বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিয়মানুযায়ী, এবারও বছরের প্রথম দিন ১ জানুয়ারি শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৫তম আসর। এ মেলা শেষ হওয়ার কথা ছিল ৩১ জানুয়ারি।

বাণিজ্য মেলার আয়োজক ইপিবি জানায়, এবার মেলা চলাকালীন গত ১০ জানুয়ারি মেলা বন্ধ ছিল। সেই সঙ্গে ঢাকার সিটি নির্বাচনের কারণে মেলা বন্ধ ছিল ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি। এ কারণে ব্যবসায়ীদের ক্ষতির কথা জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে মেলার মেয়াদ বড়ানোর প্রস্তাব পাঠায় ইপিবি। এর প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়।

এ বছর ২১টি দেশ মেলায় অংশ নিচ্ছে। দেশগুলো হচ্ছে- ভারত, ভুটান, নেপাল, মালদ্বীপ, পাকিস্তান, চীন, দক্ষিণ কোরিয়া, হংকং, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইরান, তুরস্ক, মরিশাস, ভিয়েতনাম, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও অস্ট্রেলিয়া।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি বাণিজ্যমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বছরের মেলায় মোট ৪৯০টি দেশি ও বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় বিভিন্ন ক্যাটাগরির সাধারণ প্যাভিলিয়ন ১১টি, সাধারণ মিনি প্যাভিলিয়ন ৫৭টি, প্রিমিয়ার প্যাভিলিয়ন ৬৪টি, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন ৪০টি, রিজার্ভ প্যাভিলিয়ন ৫টি, রিজার্ড মিনি প্যাভিলিয়ন ৭টি, রেস্টুরেন্ট ২টি, ফুড স্টল ৩৫টি, ব্যাংক বুথ ৭টি, সাধারণ স্টল ১২৩টি, প্রিমিয়ার স্টল ৮৪টি, বিদেশি প্যাভিলিয়ন ২৭টি, বিদেশি মিনি প্যাভিলিয়ন ১১টি ওৰাং বিদেশি প্রিমিয়ার প্যাভিলিয়ন ১৭টি সহ মেলা প্রাঙ্গণে ৩টি রক্তদান কেন্দ্র, ২টি মা ও শিশু পরিচর্যা কেন্দ্র এবং ১টি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র রয়েছে।

ক্যাটেগরী: ব্যবসা

ট্যাগ: ব্যবসা রাজধানী

ব্যবসা ডেস্ক, বিবি সোম, ফেব্রুয়ারী ৩, ২০২০ ৯:৪৩ অপরাহ্ন

Comments (Total 0)