পরীবাগে বাঘ-হরিণের চামড়া

পরীবাগে বাঘ-হরিণের চামড়া

 

 

রাজধানীর পরীবাগ সুপার মার্কেটে অভিযান চালিয়ে এক দোকানে মিলেছে চিতাবাঘ,হরিণ, সাপসহ বিভিন্ন বন্যপ্রাণীর চামড়া ও শিং। এছাড়া পাওয়া গেছে চামড়ার তৈরি ব্যাগও।

২১ অক্টোবর বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট পরীবাগ সুপার মার্কেটের ক্রাফট কর্নার নামের একটি দোকানে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে।

অভিযানে বিপুল পরিমাণ বন্যপ্রাণীর চামড়া এবং চামড়ার তৈরি পণ্য জব্দ করার পাশাপাশি দুইজনকে এক বছর করে কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বলেন, ওই দোকান থেকে চিতাবাঘের একটি, লজ্জাবতী বানরের দুটি, গুইসাপের ২২৭টি চামড়া; হরিণের একটি শিং, তিনটি সামুদ্রিক প্রবাল, মেছোবাঘ ও বনবিড়ালের একটি করে চামড়াসহ মোট বিভিন্ন বন্যপ্রাণীর ২৮৮টি চামড়া পেয়েছেন তারা।

এছাড়া সাপের চামড়া দিয়ে তৈরি ২১টি ব্যাগ এবং দুটি মানিব্যাগ জব্দ করা হয়েছে ক্রাফট কর্নার থেকে।

এই অভিযানে অংশ নেওয়া র্যােবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, ওই দোকানের মালিক হুমায়ুন কবির এবং মমিনুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে একবছর
করে কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
#এসএস/বিবি/২২-১০-২০১৯

ক্যাটেগরী: রাজধানী

ট্যাগ: রাজধানী

রাজধানী ডেস্ক, বিবি মঙ্গল, অক্টোবর ২২, ২০১৯ ২:৩৩ অপরাহ্ন

Comments (Total 0)