সাড়ে ৫৪ লাখ টন জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত

সাড়ে ৫৪ লাখ টন জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত

২০২৩ সালের জন্য সাড়ে ৫৪ লাখ টন জ্বালানি তেল কিনবে সরকার। এর মধ্যে আবুধাবি ও সৌদি আরব থেকে ১৬ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হবে। আর বাকি সাড়ে ৩৮ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল কেনা হবে।

বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব রাহাত আনোয়ার জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে সৌদির আরামকো এবং আবুধাবি থেকে ১৬ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এসব জ্বালানি তেল কেনা হবে সরাসরি ক্রয় পদ্ধতিতে। এ ছাড়া বৈঠকে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় পরিবেশবান্ধব স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলার জন্য একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া ক্রয় কমিটিতে কানাডা ও মরক্কো থেকে ৯০ হাজার টন সার কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে খরচ হবে ৭৩৯ কোটি ৪৩ লাখ টাকা। আর টিসিবির জন্য ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।

#তমহ/বিবি/২৩-১০-২০২২

ক্যাটেগরী: অর্থনীতি

ট্যাগ: অর্থনীতি

অর্থনীতি ডেস্ক, বিবি রবি, অক্টোবর ২৩, ২০২২ ১:২৪ পূর্বাহ্ন

Comments (Total 0)