মহাজাগতিক চিন্তা: নয়া আয়োজন

মহাজাগতিক চিন্তা: নয়া আয়োজন

মহাজগৎ নিয়ে যে বিজ্ঞান তার অনেক কিছুই প্রমাণিত সত্য। আবার অনেক কিছুই ধারণার বিষয়। যার প্রমাণ পেতে চলছে নানা গবেষণা। এসব বিষয় নিয়ে এবার বিশেষ বক্তব্য রাখবেন বিজ্ঞানবক্তা আসিফ।

এখানে একটি বিষয় বলতে হয়, আর্থিক সম্মানি দিয়ে বিজ্ঞান বক্তৃতা শোনা – এই বিষয়টি অজানা ছিল এই জনপদে। এটি বাংলাদেশে জনপ্রিয় করেন বিজ্ঞানবক্তা আসিফ। মননে, বচনে, লেখনীতে বিজ্ঞাননিষ্ঠায় দেশজুড়ে একনামে খ্যাত তিনি।

এই কীর্তিমান বিজ্ঞানবক্তা আসিফ এমপ্যাথি ন্যাশন ও প্রারণ্য (প্রাণে অরণ্য আনো) এর আয়োজনে তাদের ফেসবুক পেইজে হাজির হচ্ছেন আগামী ৭ অক্টোবর বৃহস্পতিবার রাত ৮.৩০ এ।

এবার তাঁর বক্তৃতার বিষয় : ‘ফেসবুক যুগে মহাজাগতিক চিন্তা’

উপস্থাপনায় থাকছে প্রাসঙ্গিক প্রশ্নোত্তর পর্ব, স্লাইড ও চলচ্চিত্র প্রদর্শনী। এ বক্তৃতায় শ্রোতারা কতটা ঋদ্ধ হলেন হবে তারও মূল্যায়ন। আয়োজনে অংশগ্রহনকারী সবাইকে এমপ্যাথি ন্যাশন ও প্রারণ্য এর পক্ষ থেকে একটি সার্টিফিকেট পৌঁছে দেয়া হবে।

‘ফেসবুক যুগে মহাজাগতিক চিন্তা’ আয়োজনে অংশ নেয়ার রেজিস্ট্রেশন প্রক্রিয়া জানতে যুক্ত থাকতে হবে নিচের দুটি লিংকে।

https://www.facebook.com/empathy7com

https://www.facebook.com/arts4empathy

#তমহ/বিবি/২৫-০৯-২০২১

ক্যাটেগরী: প্রযুক্তি

ট্যাগ: প্রযুক্তি

প্রযুক্তি ডেস্ক, বিবি শনি, সেপ্টেম্বর ২৫, ২০২১ ৪:১৯ পূর্বাহ্ন

Comments (Total 0)