আইপিওতে ট্রাস্ট ইসলামী লাইফ
পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে জীবন বীমা কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ার ছেড়ে তারা তালিকা ভুক্ত হবে। এ বিষয়ে দেশের অন্যতম শীর্ষ মার্চেন্ট ব্যাংক বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড কোম্পানিটিকে পরামর্শ সেবা দেবে।
তথ্য সূত্রে, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নির্ধারিত মূল্য পদ্ধতির আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা সংগ্রহ করবে।
২২ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে অবস্থিত ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটি একটি চুক্তি সই করেছে। বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রিয়াদ মতিন এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গিয়াস উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।
এ সময় বিএসএমএল ইনভেস্টমেন্টের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল, ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেডের (ইউএফটিসিএল) পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান জাবেদ চৌধুরী, ইউএফটিসিএলের উপদেষ্টা বিমান সাহা, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মহাব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম ও কোম্পানি সচিব চৌধুরী মোঃ ফরিদ উদ্দিন উপস্থিত ছিলেন।
#এসএস/বিবি/২২ ১০ ২০১৯
Share with others:
Recent Posts
Recently published articles!
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ভূমি ডেস্ক, বিবি
-
প্রবাস ডেস্ক, বিবি