স্বর্ণের দাম কমেছে...

স্বর্ণের দাম কমেছে...

চার দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে কমলো ১ হাজার ২৮৩ টাকা। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৮৩ হাজার ২৮১ টাকা হয়েছে। বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার থেকে সারা দেশে নতুন দর কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৮৩ হাজার ২৮১ টাকা নির্ধারিত হয়েছে। আর ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৭৯ হাজার ৪৯০ টাকা। ১৮ ক্যারেট ৬৮ হাজার ১১৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে ৫৬ হাজার ৪৫৪ টাকায়।
তবে স্বর্ণের দাম কমলেও রুপার দর অপরিবর্তিত রয়েছে। গত ১০ সেপ্টেম্বর অতীতের সব রেকর্ড ভেঙ্গে দেশের বাজারে বাড়ে স্বর্ণের দাম। তখন দেশের বাজারে ভালো মানের প্রতি ভরি সোনার সর্বোচ্চ দাম ৮৪ হাজার ৫৬৪ টাকা হয়েছিল।

#তমহ/বিবি/১৬-০৯-২০২২

ক্যাটেগরী: অর্থনীতি

ট্যাগ: অর্থনীতি

অর্থনীতি ডেস্ক, বিবি শুক্র, সেপ্টেম্বর ১৬, ২০২২ ১০:৩৭ পূর্বাহ্ন

Comments (Total 0)