সূচকে কম লেনদেনে বেশি

সূচকে কম লেনদেনে বেশি

সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক কমেছে দেশের দুই শেয়ারবাজারে। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে লেনদেন বেড়েছে ৭০ কোটি টাকা। আর দর অপরিবর্তিত সাড়ে ৪৯ ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কমেছে সূচক বেড়েছে লেনদেন।

বৃহস্পতিবার দিনের শুরুতে ইতিবাচক ভাবে বাড়তে থাকে ঢাকা স্টকের লেনদেন। লেনদেন শুরুর প্রথমেই সূচক বাড়ে সাড়ে ৫ পয়েন্ট। এরপর শুরু হয় সূচকের উত্থান-পতন। দিনশেষে ডিএসইএক্স সূচক কমেছে ০ দশমিক পাঁচ ছয় পয়েন্ট, অবস্থান করছে ৬ হাজার ৩৬৫ পয়েন্টে।

ঢাকার শেয়ারবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেনের পরিমাণ। মোট লেনদেন হয়েছে ৯৪৭ কোটি ২ লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ৭০ কোটি টাকা।

হাতবদলে অংশ নেওয়া ৩৬৮ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে অপরিবর্তিত সাড়ে ৪৯ ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৮৬ টির, কমেছে ৯৯ টি এবং অপরিবর্তীত রয়েছে ১৮৩ টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকার প্রথম অবস্থান ধরে রেখেছে ফু-ওয়াং ফুড, দ্বিতীয় অবস্থানে রংপুর ডেইরি ফুড এবং তৃতীয় অবস্থানে রয়েছে ইয়াকিন পলিমার।

শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় আধিপত্য বিমা খাতে। প্রথম অবস্থানে রয়েছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, দ্বিতীয় অবস্থানে রিলায়েন্স ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ১ দশমিক ২৯ পয়েন্ট, অবস্থান করছে ১৮ হাজার ৭৭৮ পয়েন্টে, লেনদেন হয়েছে ১৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার।

#তমহ/বিবি/২২জুলাই২০২৩

ক্যাটেগরী: শেয়ারবাজার

ট্যাগ: শেয়ারবাজার

শেয়ারবাজার ডেস্ক, বিবি শনি, জুলাই ২২, ২০২৩ ৩:৪৬ অপরাহ্ন

Comments (Total 0)