দ্বিতীয় অবস্থানে ‘নগদ’

দ্বিতীয় অবস্থানে ‘নগদ’

মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে এসেছে ডাক বিভাগের নগদ। আর এটি এসেছে মাত্র সাত মাসের মাথায়।

১৪ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মন্ত্রী তার ভেরিফায়েড ফেইসবুক অ্যাকাউন্টে এই তথ্য জানিয়ে লিখেছেন, “১৩ অক্টোবর ১৯ আমাদের ইতিহাস গড়ার দিন। এদিন আমরা বাংলাদেশের মোবাইল আর্থিক সেবার দ্বিতীয় স্থানে পৌঁছেছি। ১১ বছর আগে প্রতিষ্ঠিত রকেটকে ১৩ অক্টোবর ১৯ তারিখে মাত্র ৭ মাস আগে প্রতিষ্ঠিত ডাক বিভাগের নগদ অতিক্রম করে দ্বিতীয় স্থান দখল করেছে।”

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “এর কিছুদিন আগে ডাক বিভাগের ডিজিটাল সেবা নগদ ও রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক যৌথভাবে এক দিনে ৬০ লাখ গ্রাহককে আর্থিক অন্তর্ভূক্তির আওতায় নিয়ে এসেছে।”

এছাড়া প্রতি হাজারে নগদ এর ক্যাশ আউট চার্জ এখন ১৪ টাকা ৫০ পয়সা, যা দেশের সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ।


#এসএস/বিবি/১৭ ১০ ২০১৯


প্রযুক্তি ডেস্ক, বিবি
Published at: বুধ, অক্টোবর ১৬, ২০১৯ ১১:৩২ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!