পিছিয়ে গেলো ঢাকা ওয়াসা...

পিছিয়ে গেলো ঢাকা ওয়াসা...

পিছিয়ে গেলো ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কামন কর্তৃপক্ষ (ওয়াসা)। করোনা পরিস্থিতির কারণে আপাতত পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে তারা। গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ড. গোলাম মোস্তফা।

জানা যায়, মুদ্রাস্ম্ফীতির সঙ্গে সমন্বয় করতে প্রতি বছর ৫ শতাংশ হারে পানির দাম বাড়ানোর এখতিয়ার আছে ঢাকা ওয়াসার। এ নিয়ে ২৩ মার্চ মঙ্গলবার ছিল তাদের বোর্ড সভা। সেখানে সিদ্ধান্ত হয়েছে করোনা বেড়ে যাওয়ায় আপাতত দাম বাড়ানো হচ্ছে না। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে, দাম সমন্বয় করা হবে। এদিন বোর্ড সভায় এলাকা ভিত্তিক দাম নির্ধারণের বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

করোনা মহামারির শুরুর দিকে গত বছরের এপ্রিলেও পানির দাম বাড়িয়েছিল ঢাকা ওয়াসা। এর আগে ১২ বছরে ১৩ বার পানির দাম বাড়ায় ঢাকা ওয়াসা। তাদের তথ্যমতে, বর্তমানে পানির উৎপাদন খরচ ২৮ টাকা, বিক্রি ১৪ টাকা। সরকারের ওপর নির্ভরশীলতা কমাতে প্রতিবছর এই দাম বাড়ানো হয়।

#তমহ/বিবি/২৪-০৩-২০২১

ক্যাটেগরী: রাজধানী

ট্যাগ: রাজধানী

রাজধানী ডেস্ক, বিবি মঙ্গল, মার্চ ২৩, ২০২১ ১:৪১ অপরাহ্ন

Comments (Total 0)