এক বাড়ি থেকে ৭ হাজার কেজি লবণ উদ্ধার

এক বাড়ি থেকে ৭ হাজার কেজি লবণ উদ্ধার

লবণের গুজবের সুযোগ নিয়ে ময়মনসিংহের ত্রিশালে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে অবৈধভাবে মজুত করা প্রায় সাত হাজার কেজি লবণ জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়।মূলত লবণের কৃত্তিম সংকট তৈরিতে তাদের আটক করা হয়েছে।

২০ নভেম্বর দুপুরে ত্রিশাল উপজেলার ধলা বাজারের কাছে মুজিবর রহমান নামের এক প্রবাসীর বাড়িতে এ অভিযান চালানো হয়। আটক চারজন হলেন শাকিল ইসলাম (১৮), পারভেজ উদ্দিন (২৪), ছালেখ মিয়া (২২) ও হৃদয় ইসলাম (১৯)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ কামাল আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় ওই ৭ হাজার কেজি লবণ জব্দ করা হয় এবং সেখান থেকে উক্ত চার ব্যক্তিকে আটক করা হয়।

দেশে লবণের দাম বেড়েছে এ ধরনের অযৌক্তিক গুজবকে কাজে লাগিয়ে অতিরিক্ত মুনাফা লাভ করতে কিছু অসাধু ব্যবসায়ী ওই বাড়িতে তিনটি ঘরে কৃত্রিম গুদাম তৈরি করে লবণগুলো মজুত করে রাখে।

#এসএস/বিবি/২০-১১-২০১৯

দেশজুড়ে ডেস্ক, বিবি বুধ, নভেম্বর ২০, ২০১৯ ১১:২৬ পূর্বাহ্ন

Comments (Total 0)