কলকাতায় বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক বইমেলা

কলকাতায় বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক বইমেলা

আগামী ২৯ জানুয়ারি কলকাতার ৪৪তম আন্তর্জাতিক বইমেলা শুরু হচ্ছে । মেলা শেষ হবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। কলকাতা বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে জানান, বঙ্গবন্ধুর জন্মশত বর্ষ ঘিরে ২০২১ সালে বইমেলা উৎসর্গ করা হবে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। 

১৭ ডিসেম্বর কলকাতার এক অভিজাত হোটেলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মেলার ঘোষণা দিয়েছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার কলকাতা বইমেলায় বাংলাদেশ সহ ১১টি দেশ যোগ দিচ্ছে। এর মধ্যে রয়েছে রাশিয়া, জাপান, হাঙ্গেরি,আর্জেন্টিনা, ফ্রান্স, ভিয়েতনাম, গুয়াতেমালা, ইংল্যান্ড, মেক্সিকো, পেরু, বাংলাদেশ উল্লেখযোগ্য। যোগ দিচ্ছে ভারতের ১৮টি রাজ্যের প্রকাশনা সংস্থা।

এবারের বইমেলাও বসবে কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্কে। বইমেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বইমেলায় বাংলাদেশের ৩৬টি প্রকাশনা সংস্থা অংশ নেবে। এবারের বইমেলার থিম কান্ট্রি রাশিয়া।

এবারের বইমেলায় সব মিলিয়ে ৮০০টি প্রকাশনা সংস্থা থাকছে । থাকছে লিটল ম্যাগাজিনের স্টল। বইমেলায় ৬ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সাহিত্য উৎসব। যোগ দেশ-বিদেশের বিশিষ্টজনেরা ।

সাংবাদিক সন্মেলনে গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় বলেছেন, এই উপলক্ষে ২০২১ সালে বইমেলার বঙ্গবন্ধুকে নিয়ে আয়োজন করা হবে নানা অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা যোগ দেবেন।

#এসএস/বিবি/১৮-১২-২০১৯

ক্যাটেগরী: শিল্পকলা

ট্যাগ: শিল্পকলা

শিল্পকলা ডেস্ক, বিবি বুধ, ডিসেম্বর ১৮, ২০১৯ ১১:৫৯ পূর্বাহ্ন

Comments (Total 0)