সোহেল সাইফুলের হাত ধরে ফ্রেন্ডস ফরএভার

সোহেল সাইফুলের হাত ধরে ফ্রেন্ডস ফরএভার

সম্প্রতি যাত্রা করেছে রামগঞ্জ এম ইউ সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০-ব্যাচের বন্ধুদের সংগঠন ফ্রেন্ডস ফরএভার ২০০০ লিমিটেড। রামগঞ্জ ক্যাপসিকাম রেস্তোরাঁয় এই ব্যাচের মিলনমেলার মাধ্যমে এটি আত্মপ্রকাশ করে। সবাইকে একত্রিত করতে নিরলস শ্রম দেন সোহেল সাইফুল।

তিনি জানান, সত্যিকারের জীবন কোনো প্রতিযোগিতা নয়, সত্যিকারের জীবনই হলো সহযোগিতা। এটাই সংগঠনের মূল নীতি। এর আলোকে তারা সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকবে। কাজ করবে শিক্ষা বিস্তারে।

তিনি জানান, এই সংগঠনের প্রধান উপদেষ্টা তারিকুজ্জামান মহিন, উপদেষ্টা নাজমুল হাসান বাপ্পী, অ্যাডভোকেট রায়হান ইসলাম, ব্যাংকার জামাল হোসেন, মাঈদুল ইসলাম সবুজ, জহিরুল ইসলাম বাবু ও জাহিদুল ইসলাম টিপু। এছাড়া কোঅপারেশন উপদেষ্টা জাহিদ হোসেন ও সহ কোঅপারেশন উপদেষ্টা জামাল হোসেন।

নির্বাহী কমিটির সদস্যরা হলেন- সভাপতি সোহেল রানা; সিনিয়র সহসভাপতি সাফায়েত ইসলাম, মাহবুবুর রহমান সোহাগ, অ্যাডভোকেট ইবনে ওয়ালিদ হোসেন সুমন, ডাক্তার আরিফ হোসেন, তামিম আটিয়া ও হুমায়ুন কবীর।

সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সহসম্পাদক পলাশ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ভূইয়া, সহ সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন, কোষাধ্যক্ষ সোহেল রানা আওগানখিল, সদস্য জাহাঙ্গীর আলম, বলাই সাহা, দিদার হোসেন, আহম্মেদ পেয়ার মোহন, ফারুক হোসেন, ফজলুর রহমান পলাশ, জয়ন্ত কর্মকার, কামাল হোসেন বাহরাইন, মারুফ হোসেন, কাউছার হোসেন লিটন, মাসুদ আলম, কামাল হোসেন (বকশিবাজার), মেহেদী হাসান, মুরাদ হোসেন, নাজমুল হাসান রাজু, রাজিব বনিক, সাদেক আহমেদ শাওন, জাহিদ হোসেন (আওগানখীল), কামাল হোসেন (চতলা) প্রমূখ।

#তমহ/বিবি/১৯-০৫-২০২১

ক্যাটেগরী: ক্যাম্পাস

ট্যাগ: ক্যাম্পাস

ক্যাম্পাস ডেস্ক, বিবি বুধ, মে ১৯, ২০২১ ৯:২০ পূর্বাহ্ন

Comments (Total 0)