সেপ্টেম্বরে রাজস্ব আয়ে ভাটা

সেপ্টেম্বরে রাজস্ব আয়ে ভাটা

চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাসের তুলনায় সেপ্টেম্বরে কমেছে রাজস্ব আয়ের পরিমাণ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সবশেষ পরিসংখ্যানে দেখা যায় সেপ্টেম্বরে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে মাত্র ১ দশমিক ৬৬ শতাংশ। যেখানে জুলাই-আগস্টে প্রবৃদ্ধি হয়েছিল ২৩ শতাংশ।

এনবিআরের তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ১৩ শতাংশ। যেখানে আগের বছরের একই সময়ে প্রবৃদ্ধি হয়েছিল প্রায় ১৭ শতাংশ।
চলতি অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। আর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আদায় হয়েছে ৬৫ হাজার ৭৩৭ কোটি টাকা।

সংশ্লিষ্টরা জানান, আগস্টের চেয়ে সেপ্টেম্বরে আমদানি কমে আসায় রাজস্ব আদায়ে কিছুটা কমেছে। এছাড়া মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় ভ্যাট আদায়ের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে।

এনবিআর কর্মকর্তারাদের আশা, বছরের দ্বিতীয়ার্ধে ব্যবসা-বাণিজ্য আবারও গতি পাবে। রাজস্ব আদায় বাড়বে।

এনবিআর সূত্রে আরও জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট সবচেয়ে বেশি আদায় হয়েছে। এ খাতে আদায় ২৩ হাজার ২১৫ কোটি টাকা। ঘাটতি হয়েছে ১ হাজার ৪২৬ কোটি টাকা। এরপর আমদানি পর্যায়ে শুল্ক-কর আদায় হয়েছে ২২ হাজার ৪৩৩ কোটি টাকা। এ খাতে ঘাটতি ২ হাজার ৬৮৭ কোটি টাকা।

অন্যদিকে প্রথম তিন মাসে আয়কর খাতে ২০ হাজার ৮৭ কোটি টাকা। এ খাতে লক্ষ্যের চেয়ে ১ হাজার ৪০৫ কোটি টাকা পিছিয়ে আছে।

#তমহ/বিবি/১৮-১০-২০২২

ক্যাটেগরী: অর্থনীতি

ট্যাগ: অর্থনীতি

অর্থনীতি ডেস্ক, বিবি মঙ্গল, অক্টোবর ১৮, ২০২২ ২:৪২ পূর্বাহ্ন

Comments (Total 0)