বাংলাদেশের দুর্দান্ত জয়

বাংলাদেশের দুর্দান্ত জয়

সাকিব নেই, নেই দৃঢ় মনোবল। এমন মন নিয়েই অসাধ্য সাধন করল বাংলাদেশ। টি টোয়েন্টিতে প্রথমবার হারিয়ে দিল ভারতকে। মুশফিকের ব্যাটে দারুণ জয়

এবার আর কাছে গিয়ে হারের যন্ত্রণায় পুড়তে হলো না মুশফিক ও মাহমুদউল্লাহকে। জয়ের হাসি তাই বাংলাদেশ শিবিরেও। মুশফিকের দুর্দান্ত ইনিংসে ধরা দিল দারুণ জয়। ৩ বল বাকি রেখে বাংলাদেশ জিতেছে ৭ উইকেটে।

গত কয়েক বছরে বেশ কবার কাছে গিয়েও হেরেছে বাংলাদেশ। মুশফিক নিজে পারেননি কাজ শেষ করতে। এবার সেই ভুলের পুনরাবৃত্তি হয়নি। ৪৩ বলে ৬০ রানের অপরাজিত ইনিংস খেলে মুশফিক ফিরেছেন দলের জয় সঙ্গে নিয়ে।

শেষ ২ ওভারে যখন প্রয়োজন ২২ রান, ১৯তম ওভারের শেষ চার বলে খলিল আহমেদকে টানা চার মেরে দলকে জয়ের কাছে নিয়ে যান মুশফিক।

২০১৬ সালে বেঙ্গালুরুতে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ভারতের বিপক্ষে ৩ বলে ২ রানের সমীকরণ মেলাতে পারেননি মুশফিক ও মাহমুদউল্লাহ। এবার মাহমুদউল্লাহও ছিলেন উইকেটে। শেষ ওভারে তার ছক্কায় নিশ্চিত হয়েছে জয়। #এসএস/বিবি/০৩ ১১ ২০১৯


খেলা ডেস্ক, বিবি
Published at: শনি, নভেম্বর ২, ২০১৯ ১০:৫১ অপরাহ্ন
Category: খেলা
Share with others:

Recent Posts

Recently published articles!