ইউনিটি আইডিয়াল স্কুলে ছবি আঁকার প্রতিযোগিতা

ইউনিটি আইডিয়াল স্কুলে ছবি আঁকার প্রতিযোগিতা

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শিশুদের ছবি আঁকার প্রতিযোগিতার আয়োজন করে ইউনিটি আইডিয়াল স্কুল। মগবাজার পেয়ারাবাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ঢাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

প্লে গ্রুপ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা চারটি বিভাগে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতি বিভাগে তিনজন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

এছাড়া সব অংশগ্রহণকারীকে স্কুলের পক্ষ থেকে সনদ দেওয়া হয়। পুরস্কার বিতরণ করেন ইউনিটি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষিকা লায়লা নুর।

বর্ণিল রঙে শিশুরা মনের মাধুরী মিশিয়ে নানা বিষয়ের ছবি আঁকেন। ছবির মধ্যে দেশ, মুক্তিযুদ্ধ, পতাকা, স্বাধীনতা ছাড়াও বিভিন্ন বিষয় ফুটে ওঠে। ছবি আঁকার অনুষ্ঠানে শিশুদের সঙ্গে অভিভাবকরাও উপস্থিত থেকে আনন্দ উপভোগ করেন।

#এসএস/বিবি/১৬ ১২ ২০১৯


ক্যাম্পাস ডেস্ক, বিবি
Published at: রবি, ডিসেম্বর ১৫, ২০১৯ ৮:২২ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!