‘ঢাকা কেন্দ্রে 'মুক্তিযুদ্ধ কর্নার’ উদ্বোধন ও বইয়ের মোড়ক উন্মোচন

‘ঢাকা কেন্দ্রে 'মুক্তিযুদ্ধ কর্নার’ উদ্বোধন ও বইয়ের মোড়ক উন্মোচন

মাওলা বখ্শ সরদার মেমোরিয়াল ট্রাস্টের অধীনে ঢাকার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি চর্চা প্রতিষ্ঠান ঢাকা কেন্দ্রের ‘বিলকিস স্মৃতি বানু' মিলনায়তনে ট্রাস্টের সন্মানিত উপদেষ্টা নাজির হোসেন নাজিরের লেখা “সাত দশকের ঢাকার স্মৃতি” বইয়ের মোড়ক উন্মোচন এবং “ঢাকার মুক্তিযুদ্ধ কর্নার” উদ্বোধন করা হয়।

১৪ মার্চ বিকেলে অনুষ্ঠানের উদ্বোধন ও মোড়ক উন্মোচনে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

ঢাকা কেন্দ্রের পরিচালক মোহাম্মদ আজিম বখ্শ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসন-২ এর সাংসদ জিন্নাতুল বাকিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. হাবিবা খাতুন ও গ্রন্থের অনুলিখক রফিকুল ইসলাম রফিক।

মেয়র সাঈদ খোকন বলেন, 'ঢাকার সাধারন মানুষ এ দেশকে অনেক বেশি ভালবাসে। মহান মুক্তিযুদ্ধে ঢাকার তরুণ সমাজ জীবনকে বিসর্জন দিয়ে হানাদার বাহিনীকে পরাস্ত করে। এই ঢাকাতেই মহান  স্বাধীনতার ডাক দেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এই ঢাকাতেই পাক হানাদাররা আত্মসমর্পন করে।'

তিনি আরও বলেন, 'বিশেষ করে এই পুরোনো ঢাকার সূত্রাপুরের কোতোয়ালী আসনে বঙ্গবন্ধু শেখ মুজিব সাংসদ হয়েছেন। ঢাকার মানুষ রাজনীতিকে যেমন ভালবাসে, ভালবাসে দেশের সকল মানুষকে। তাইতো পুরোনো ঢাকার মানুষ দেশের সকলের চোখে খুবই আপন।'

সাংসদ জিন্নাতুল বাকিয়া তাঁর বক্তব্যে ঢাকার সব মানুষকে একসঙ্গে চলার আবেদন করেন।

অধ্যাপক ড: হাবিবা খাতুন বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে ঢাকার তরুণরা জীবন বাজী রেখে দেশ মাতাকে হানাদার মুক্ত করার জন্য দলে দলে ঝাপিয়ে পরেন।’

অধ্যাপক হাফিজা খাতুন “সাত দশকের ঢাকার স্মৃতি”গ্রন্থের লেখক নাজির হোসেন নাজিরের প্রশংসা করেন। লেখকের লেখার নানা মুন্সিয়ানার কথা উল্লেখ করে বলেন, ‘বইটি আমাদের ঢাকার অনেক অজানা কথা মনে করিয়ে দেয়।’

করোনাভাইরাস বিষয়ে সবাইকে সজাগ থাকাসহ অনুষ্ঠানে  সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সভাপতি মোহাম্মদ আজিম বখ্শ অনুষ্ঠান শেষ করেন।

#এসকেএস/বিবি/১৫-০৩-২০২০

ক্যাটেগরী: এনজিও

ট্যাগ: এনজিও

এনজিও ডেস্ক, বিবি রবি, মার্চ ১৫, ২০২০ ৯:৪৯ পূর্বাহ্ন

Comments (Total 0)