রোলস রয়েসে ছাঁটাই?

রোলস রয়েসে ছাঁটাই?

বিশ্বব্যাপী দুই হাজার ৫০০ কর্মী ছাঁটাই করতে চলেছে জেট ইঞ্জিন প্রস্তুতকারক কোম্পানি রোলস রয়েস। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তুফান এরগিনবিলজিক এ ঘোষণা দিয়েছেন। খবর: এপি।

এরগিনবিলজিক বলেন, কর্মী ছাঁটাইয়ের উদ্দেশ্য রোলস রয়েসকে আরও গতিশীল ও প্রতিষ্ঠিত করে তোলা। তবে কোন অঞ্চলের কর্মীদের ছাঁটাই করা হবে, তা উল্লেখ করেনি ব্রিটিশ কোম্পানিটি।

ইংল্যান্ডের ডার্বিতে রোলস রয়েসের প্রধান দপ্তর অবস্থিত। এর প্রায় অর্ধেক, অর্থাৎ ৪২ হাজার কর্মী ব্রিটেনে বাস করেন।

কোম্পানি সিইও বলেন, এর ফলে কোম্পানিটি আরও শক্তিশালী হবে। আমরা রোলস রয়েসকে ভবিষ্যতের জন্য উপযুক্ত করে তুলতে চাই।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নতুন আরেকটি কোম্পানি খুলতে পারে রোলস রয়েস। এর মাধ্যমে খরচ কমে আসবে। একই সঙ্গে সরবরাহ শৃঙ্খল ঠিক থাকবে।

এর আগে কভিড ১৯ মহামারির কারণে ২০২০ সালে ৯ হাজার কর্মী ছাঁটাই করে রোলস রয়েস।

#তমহ/বিবি/১৯ ১০ ২০২৩


ব্যবসা ডেস্ক, বিবি
Published at: বুধ, অক্টোবর ১৮, ২০২৩ ১:২৩ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!