বিএনপির জন্যই তারেককে ক্ষমা চাইতে হবে: কাদের সিদ্দিকী

বিএনপির জন্যই তারেককে ক্ষমা চাইতে হবে: কাদের সিদ্দিকী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের কাছে ক্ষমা না চাইলে বিএনপির কোনো ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

১৮ ডিসেম্বর রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গঠিত হওয়া জাতীয় ঐক্যফ্রন্ট জোট ছেড়ে দেওয়া প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, ‘বঙ্গবন্ধুর একজন সহকর্মীর নেতৃত্বে ঐক্যফ্রন্ট গঠিত হয়েছিল কিন্তু ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন নয়, বিএনপি।

বিএনপির নেতৃত্বে বা আওয়ামী লীগের নেতৃত্বে আমি এখন আর বেহেশতেও যেতে রাজি না।’ কাদের সিদ্দিকী আরও বলেন, ‘হাওয়া ভবনের জন্য তারেক রহমান যতক্ষণ জনগণের কাছে ক্ষমা না চাইবেন এবং জনগণ যতক্ষণ পর্যন্ত তাঁকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত বিএনপির কোনো ভবিষ্যৎ নাই।’

নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জেএসডির স্টিয়ারিং কমিটির সদস্য শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

ক্যাটেগরী: রাজনীতি

ট্যাগ: রাজনীতি

রাজনীতি ডেস্ক, বিবি বুধ, ডিসেম্বর ১৮, ২০১৯ ১১:০৫ পূর্বাহ্ন

Comments (Total 0)