ভোজ্যতেলে ছাড় বহাল...

ভোজ্যতেলে ছাড় বহাল...

সয়াবিন ও পাম তেলে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ৪ মাস মেয়াদ বাড়িয়ে আগামী এপ্রিল পর্যন্ত ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। ৩ জানুয়ারি মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর।

সর্বশেষ ভোজ্যতেলে ভ্যাট অব্যাহতি সুবিধা ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিলো। বর্তমানে সয়াবিন ও পাম তেল আমদানিতে শুধু ৫ শতাংশ ভ্যাট দিতে হয়।

দেশের বাজার দাম কমাতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ভ্যাট অব্যাহতির মেয়াদ আরও ৬ মাস বাড়াতে সুপারিশ করা হয়। এরই প্রেক্ষিতে ভ্যাট অব্যাহতির মেয়াদ ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ১ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। ফলে ব্যবসায়ীরা আরও ৪ মাস কম ভ্যাট দিয়ে তেল আমদানির সুযোগ পাচ্ছে ।

এর আগে গত বছরের ১৪ মার্চ সয়াবিন ও পাম তেলের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ব্যবসায় পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট মওকুফ করে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। এর মাত্র দুইদিন পরেই ভোজ্যতেল আমদানি পর্যায়ে আরোপিত ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করা হয়।

সে সময়ে এ নির্দেশের মেয়াদ ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। পরে গেল ৩ জুলাই সে মেয়াদ বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করে এনবিআর।

#তমহ/বিবি/০৪-০১-২০২৩

ক্যাটেগরী: ব্যবসা

ট্যাগ: ব্যবসা

ব্যবসা ডেস্ক, বিবি বুধ, জানুয়ারী ৪, ২০২৩ ১:৪৪ পূর্বাহ্ন

Comments (Total 0)