ধানের মৌসুমেও চালের দাম বেশি কেন?
হেমন্তে কৃষকের গোলায় ওঠেছে নতুন ধান। তবু্ও বাজারে বেড়েছে চালের দাম। যার জন্য ভোক্তারা ক্ষুব্ধ। কিন্তু দায় নিতে চাইছে কোনো স্তরের সংশ্লিষ্ট ব্যবসায়ীরাই। প্রশাসনের নজরদারি কম এ অভিযোগ করছে সাধারণ ক্রেতারা।
নতুন ধান বাজারে ওঠার পরও কুষ্টিয়ায় বাড়ছে চালের দাম যার প্রভাব পড়ছে সারা দেশে। খুচরা বাজারে সব রকমের চালের দাম বেড়েছে কেজিতে ২ থেকে ৩ টাকা। চালকল মালিকদের দাবি ধানের দাম বেশি থাকার কারণে চালের বাজারে এর প্রভাব পড়ছে। সেই সাথে ডিজেলের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে পরিবহন খরচ। তাই চালের দামও বাড়ছে।
চলছে আমনের ভরা মৌসুম। কুষ্টিয়ার অধিকাংশ মাঠ থেকে ধান কেটে ঘরে তোলায় ব্যাস্ত কৃষকরা।
এ সময় চালের দাম কম থাকার কথা থাকলেও এক সপ্তাহ ধরে খুচরা বাজারে কেজিতে বেড়েছে ২ থেকে ৩ টাকা। চালের বড় মোকাম খাজানগরের মিলেও বেড়েছে চালের দাম।
ধানের ভরা মৌসুমেও চালের দাম বাড়ায় ক্ষোভ জানিয়েছেন সাধারণ ক্রেতারা। তাই সরকারিভাবে তদারকির দাবি তাদের।
খুচরা বিক্রেতারা বলছেন, মিলারদের কাছ থেকে বেশি দামে চাল কেনায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
চালকল মালিকরা বলছেন, ডিজেলের দাম বাড়ায় ধান আনা এবং চাল পাঠানো দুটো খরচই বেড়েছে। যার প্রভাব পড়ছে দামে।
কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় এবারের আমন মৌসুমে ৮৮ হাজার ৮৮২ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চাইতে বেশি।
#তমহ/বিবি/১৩ ১২ ২০২১
Share with others:
Recent Posts
Recently published articles!
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ভূমি ডেস্ক, বিবি
-
প্রবাস ডেস্ক, বিবি