নারী শিশুর কল্যাণে উঠান বৈঠক

নারী শিশুর কল্যাণে উঠান বৈঠক

নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলাতে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

৭ আগস্ট রোববার সকালে আমলার এডুকেশন আইডিয়াল স্কুল প্রাঙ্গনে বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের নারী অভিভাবকদের অংশগ্রহণে এই সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আয়োজন করে আমলার কৃষি বিষয়ক লাইব্রেরি ও সংগঠন কৃষকের বাতিঘর।

আয়োজিত উঠান বৈঠকে সকলের উদ্দেশ্যে বই থেকে পাঠ এবং আলোচনা করেন কৃষকের বাতিঘরের সদস্য মোছা. মিম আক্তার। এছাড়া শিশু এবং নারীদের উন্নয়নে সরকারের নানা কার্যক্রম নিয়ে আলোচনা করেন আমলা ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য মোছা. রাইমা খাতুন।

বৈঠকে শিশু ও নারীর স্বাস্থ্য, গর্ভবতী মায়ের স্বাস্থ্য পরিচর্যা, মাতৃ দুগ্ধপান, বাল্যবিবাহ প্রতিরোধ, জন্ম নিবন্ধন, শিশুশ্রম বন্ধ, প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূক আলোচনা করা হয়। বৈঠকে নারী ও শিশুদের উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরা হয়।

#তমহ/বিবি/০৮ ০৮ ২০২২


এনজিও ডেস্ক, বিবি
Published at: রবি, আগষ্ট ৭, ২০২২ ১২:২৮ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!