সংকটেও কর্মী ছাঁটাই করবে না প্রাইম ব্যাংক

সংকটেও কর্মী ছাঁটাই করবে না প্রাইম ব্যাংক

করোনাভাইরাসের জন্য অর্থনীতি কার্যত স্থবির হয়ে পড়েছে। বাংলাদেশে অর্থনীতির অন্য খাতের চেয়ে বেশি ক্ষতির সম্মুখিন দেশের ব্যাংকখাত। বিশ্বের অনেক দেশে ইত্যোমধ্যে কর্মীও ছাঁটাই শুরু করেছে বেশ কয়েকটি ব্যাংক। 

কিন্তু ব্যাংক খাত সংকটে পড়লেও কোনো কর্মী ছাঁটাই করবে না প্রাইম ব্যাংক লিমিটেড। এছাড়া করোনা সংকটে কেসরকারি এই ব্যাংক নারীকর্মী এবং নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে।

প্রাইম ব্যাংকের ২৫ বছর পুর্তি উপলক্ষে রবিবার অনলাইন সংবাদ সম্মেলনে এ প্রতিবেদকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাধারণ সম্পাদক রাহেল আহমেদ।

খরচ কমাতে কর্মী ছাঁটাই করবেন কিনা জানতে চাইলে প্রাইম ব্যাংক এমডি বলেন, ‘এই মুহুর্তে আমরা কর্মী ছাঁটাই এর কোন উদ্যোগ বা পরিকল্পনা করিনি। এমনকি আমার জানমতে কোনো ব্যাংক এ ধরণের উদ্যোগ নেয়নি।’

সাধারণ ছুটির মধ্যেও দেশের ব্যাংক চলছে। এতে স্বাস্থ্য ঝুঁকিতে দেশের ব্যাংকাররা। তাদের সুরক্ষায় প্রাইম ব্যাংক কি পদক্ষেপ নিয়েছে জানতে চাইলে রাহেল আহমেদ জানান, এবছরের শুরুতেই তারা কর্মীদের জন্য স্বাস্থ্য নিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে।

তিনি বলেন, ‘সাধারণ ছুটি ঘোষণার সপ্তাহ খানেক আগে থেকে আমরা তাদের রেটেশন ডিউটির ব্যবস্থা করেছে। মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভসহ সব ধরনের সুরক্ষা সরঞ্জামের ব্যবস্থা করেছি। ব্যাংকের শাখা ও এটিএম বুথ কিছুক্ষণ পরপর পরিষ্কারের ব্যবস্থা করা।’

‘এসময়ে নারী কর্মীদের অফিসে না আসার জন্য গুরুত্ব দেয়া হয়েছে। সে সব কর্মী স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন তাদের অফিসে না আসার জন্য কথা বলা হয়েছে। কর্মীদের অফিসে আনা-নেয়ার জন্য প্রাইম ব্যাংক নিজস্ব যানবহনের ব্যবস্থা করেছে।’

নারী উদ্যোক্তাদের জন্য আপনার ব্যাংকে বিশেষ কোনো উদ্যোগ আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘প্রাইম ব্যাংক নারী উদ্যোক্তাদের জন্য ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে। খুব শিগগরই নারীদের জন্য সময় উপযোগী প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হবো।’

তিনি বলেন, ‘পহেলা বৈশাখে আমাদের নারীদের জন্য বিভিন্ন সেবার বিষয়টি উন্মোচন করতে চেয়েছিলাম কিন্তু করোনার কারণে সেটি পিছিয়েছে। একজন গৃহবুধ বা মা-খালাদের জন্য প্রাইম ব্যাংক সেবা নিয়ে আসছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের অর্থনীতিসহ সমস্ত কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এতে ক্ষতিগ্রস্থ হয়েছে ব্যাংক খাত। তবে কি পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা এই মূহুর্তে বলা যাচ্ছে না। আমরা গ্রাহকদের সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ রাখছি। এরমাধ্যমে ক্ষয়ক্ষতি নিরুপণের চেষ্ঠা করছি। একই সঙ্গে গ্রাহকদের সহায়তা করছি।’

তিনি আরো বলেন, ‘দেশে বর্তমানে লকডাউন চলছে। এমতাবস্থায় ব্যাংকের গ্রাহকরা তাদের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রেখেছে। এজন্য আর্থিক খাত বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে।’

ব্যাংক থেকে গ্রাহকের টাকা উত্তোলনের তুলনায় আমনত কমের বিষয়ে গতাশা রয়েছে কি-না প্রশ্নে রাহেল আহমেদ বলেন, ‘না, আমরা মোটেও হতাশ না। কারণ বর্তমানে গ্রাহকরা ব্যাংক থেকে যে টাকা উত্তোলন করছে এটি স্বাভাবিক সময়ের মতো। ব্যাংকের তারল্যর দিকে বেশি গুরুত্ব দিচ্ছি। যেন গ্রাহকরা নগদ অর্থ পেতে কোনো সমস্যা না হয়।’

প্রাইম ব্যাংকের এ প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘করোনার কারণে আমরা ২৫ বছর পুর্তি অনুষ্ঠান করতে পারিনি। পরিস্থিতি স্বাভাবিক হলে এ অনুষ্ঠান করা হবে। সেখানে ২ থেকে ৩ বছরের কর্মপরিকল্পনা থাকবে। সেখানে নতুন প্রোডাক্ট ও থাকবে। এমনকি ঋণের মাত্রাতেও পরিবর্তন আসবে।’

১ এপ্রিল থেকে সব ব্যাংক ঋণের সুদ ৯ শতাংশ কার্যকরের ঘোষণা দেয়। এটি প্রাইম ব্যাংক কার্যকর করছে কিনা জানতে চাইলে তিনি জানান, অন্যান্য সব ব্যাংকের মতো প্রাইম ব্যাংকও ঋণের সুদ ৯ শতাংশ কার্যকর করেছে।

#এসকেএস/বিবি/২০-০৪-২০২০

ক্যাটেগরী: ব্যাংক

ট্যাগ: ব্যাংক

ব্যাংক ডেস্ক, বিবি রবি, এপ্রিল ১৯, ২০২০ ১০:৪৩ অপরাহ্ন

Comments (Total 0)