৭০ ঘন্টা লেনদেন বন্ধ…

৭০ ঘন্টা লেনদেন বন্ধ…


 

গ্রাহকদের সেবার মান বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে দেশের প্রথম সারির ব্যাংক সিটি ব্যাংক। এরই অংশ হিসেবে সিস্টেম আপগ্রেডেশনের কাজ হাতে নিয়েছে তারা। এর জন্য সিটি ব্যাংকের সব ধরনের লেনদেন ৭০ ঘন্টা বন্ধ থাকবে। তবে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের কোনো ভাবনা নেই। কারণ ক্রেডিট কার্ড সেবা সচল থাকবে।


ক্রেডিট কার্ড ছাড়া অন্য সব সেবা বন্ধ থাকবে ৮ নভেম্বর (শুক্রবার) রাত ১টা থেকে ১১ নভেম্বর (সোমবার) রাত ১১টা পর্যন্ত। এই ৭০ ঘন্টা সব ব্রাঞ্চ ব্যাংকিং, চেক লেনদেন, পয়েন্ট অব সেল (পিওএস) মেশিন, অটোমেটেড টেলার মেশিনে ডেবিট কার্ডের লেনদেন ও সিটি টাচ ইন্টারনেট ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। তবে ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকরা দরকারি লেনদেন করতে পারবে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে সিটি ব্যাংক কর্তৃপক্ষ। তাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ দিয়েছে।


দেশে ক্যাশলেস সোসাইটি বা নগদ টাকার লেনদেন কমিয়ে আনতে রাজধানী ঢাকাসহ সারাদেশে সিটি ব্যাংকের ৩৪৫টি এটিএম বুথ আছে। দেশজুড়ে আছে পয়েন্ট অব সেল মেশিন। ব্যাংকটির প্লাস্টিক মানি নামে পরিচিত ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রাহকের সংখ্যা এখন ১১ লাখ ৮০ হাজার।

টিএমএইচ/বিবি/০৬-১১-২০১৯

ক্যাটেগরী: ব্যাংক

ট্যাগ: ব্যাংক

ব্যাংক ডেস্ক, বিবি বুধ, নভেম্বর ৬, ২০১৯ ১১:২৮ পূর্বাহ্ন

Comments (Total 0)