২০২০ সালে সুদহার এক অঙ্কে

২০২০ সালে সুদহার এক অঙ্কে

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন আগামী বছর থেকে ব্যাংকঋণের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার সিদ্ধান্ত কার্যকর হবে । ‘সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার কৌশল প্রণয়নে গঠিত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। বাংলাদেশ ব্যাংক শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে।

১৮ ডিসেম্বর সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, ১ জানুয়ারি থেকে (এক অঙ্কের সুদহার) কার্যকর করার চেষ্টা করছি, সে কারণে তারা (কেন্দ্রীয় ব্যাংক) একটি প্রজ্ঞাপন ইস্যু করবে। সে প্রজ্ঞাপনে সবকিছু থাকবে, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কাজ করতে হবে।’

অর্থমন্ত্রী বলেন, ব্যাংকঋণের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার বিষয়ে অংশীজনদের সঙ্গে কয়েক দফা বৈঠকের পর কমিটির সুপারিশ চূড়ান্ত করা হয়েছে, যা প্রকাশ করা হবে।

ঋণখেলাপিদের প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘২ শতাংশ দিয়ে যারা রেজিস্ট্রেশন করছে তাদের জন্য এক রকম, আবার যারা ভালো তাদের জন্য আলাদা প্রক্রিয়া থাকবে। যারা ঋণখেলাপি, তাদের বলা হতে পারে, তোমরা অর্ধেক টাকা দিয়ে স্বাভাবিক হও।’

#এসএস/বিবি/১৮-১২-২০১৯

ক্যাটেগরী: অর্থনীতি

ট্যাগ: অর্থনীতি

অর্থনীতি ডেস্ক, বিবি বুধ, ডিসেম্বর ১৮, ২০১৯ ১০:৪৭ পূর্বাহ্ন

Comments (Total 0)