অবসর ভেঙে ফিরছেন যুবরাজ

অবসর ভেঙে ফিরছেন যুবরাজ

অবসর ভেঙে ফিরছেন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। আন্তর্জাতিক ক্রিকেটে তাকে না দেখা গেলেও ভারতের ঘরোয়া ক্রিকেটে পাঞ্জাবের হয়ে তাকে খেলতে দেখা যেতে পারে।

অবসর ভেঙে ফেরার জন্য ইতোমধ্য যুবরাজ বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং সদস্য সচিব জয় শাহর কাছে ইমেইল পাঠিয়েছেন।

এই বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ক্রিকবাজ। ভারতের প্রতিযোগীতামূলক ক্রিকেটে ফেরার জন্য এই শীর্ষ দুই বোর্ড কর্তার অনুমতির জন্য আবেদন করেছেন যুবরাজ।

যুবরাজ সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৭ সালের ফেব্রুয়ারিতে। এরপর জাতীয় দলে আর জায়গা হয়নি তার। এরপর ২০১৯ সালে বিশ্বকাপ চলাকালীন সময়ে অবসরের সিদ্ধান্ত নেন তিনি। অবসর নিয়ে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি এবং দুবাইয়ের টি-টেন লিগে খেলেছেন যুবরাজ। অবসর ভেঙে ফিরলে ভারতের বাইরের কোনো ফ্র‍্যাঞ্চাইজি লিগে খেলতে পারবেন না তিনি।

#এসকেএস/বিবি/১০-০৯-২০২০

ক্যাটেগরী: খেলা

ট্যাগ: খেলা

খেলা ডেস্ক, বিবি বৃহঃ, সেপ্টেম্বর ১০, ২০২০ ১০:০৭ অপরাহ্ন

Comments (Total 0)