মালয়েশিয়ায় আতঙ্কে বাংলাদেশিরা

মালয়েশিয়ায় আতঙ্কে বাংলাদেশিরা

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন অনেকে। সাধারণ ক্ষমা কর্মসূচিতে অবৈধ অভিবাসীরা তেমন আগ্রহী না হওয়ায় দেশটির অভিবাসন বিভাগ প্রতিদিনই ধরপাকড় চালাচ্ছে। এতে বৈধ প্রবাসীরাও আতঙ্কে রয়েছে।
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের জন্য দেশে ফেরায় সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। কিন্তু মালয়েশিয়া ত্যাগে তারা আগ্রহী না হওয়ায় অভিবাসন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। প্রতিনিয়ত গ্রেফতার হচ্ছেন অবৈধ বাংলাদেশিরা।

মালয়শেয়িয়ায় প্রবাসী বাংলাদেশিরা জানান, আমরা কেউ অবৈধ হতে চাইনি। আমরা বৈধ পথেই এসেছি। প্রতারণার কারণে আমরা অবৈধ হয়ে গেছি। এদিকে হাজার হাজার রিঙ্গিত জমা দিয়েও বৈধতা পাচ্ছেন না বলে অভিযোগ এ শ্রমিকদের। তারা জানান,পাসপোর্ট ভিসার জন্য তারা অনেক টাকা দিয়ে যাচ্ছ। কিন্তু কোনো কাজ হচ্ছে না। বের হলেই পুলিশ ধরছে তাদের।

দেশটিতে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সাঁড়াশি অভিযানে আটক করা হয় প্রায় ৩৬ হাজার অবৈধ অভিবাসীকে। আটকদের যাচাই বাছাই শেষে গ্রেফতার দেখানো হয় ৮ হাজার ৫৬ জন বাংলাদেশিকে। এ সময়ে অবৈধ অভিবাসীদের চাকরি দেয়া বা তাদের সহায়তা করার অভিযোগে ৯২২ কোম্পানি মালিককেও আটক করা হয়।


১ আগস্ট থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে দেশত্যাগের সুযোগ পাওয়ার পরও যারা অবস্থান করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।


#এসএস/বিবি/২০ ০৯ ২০১৯


প্রবাস ডেস্ক, বিবি
Published at: শুক্র, সেপ্টেম্বর ২০, ২০১৯ ১০:৫৩ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!