ছয়দিন পর বাড়লো সূচক

ছয়দিন পর বাড়লো সূচক

এক নাগাড়ে ছয়দিন অতিবাহিত হওয়ার পর দেশের প্রধান দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে।  
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৬ দশমিক ৬৪ পয়েন্ট, সূচক অবস্থান করছে পাঁচ হাজার ১৩ দশমিক ০১ পয়েন্টে । অপরদিকে চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৫০ দশমিক ৪৫ পয়েন্ট।
ছয়দিনে প্রায় ২০০ পয়েন্ট কমে বুধবার তা নেমে আসে চার হাজার ৯৮৬ দশমিক ৩৭ পয়েন্টে।
আবার একই দিনে দুই প্রধান পুঁজিবাজারের লেনদেন সূচক বাড়লেও  কমেছে সিএসইতে।
বৃহস্পতিবার ঢাকায় ৪২৭ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। বুধবার এই বাজারে ৩৭৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিন সিএসইতে ১৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার এ বাজারে লেনদেনের অংক ছিল ১৬ কোটি ১৭ লাখ টাকা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৯২টির, কমেছে ৯৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৬৩টির দর।
ডিএসইএক্স বা প্রধান সূচক ২৬ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৩ দশমিক ০১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৬৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৯ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৫৮ পয়েন্টে।
সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ৯৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর।
এসএস/০৬-০৯-১৯/বিবি

 

ক্যাটেগরী: শেয়ারবাজার

ট্যাগ: শেয়ারবাজার

শেয়ারবাজার ডেস্ক, বিবি শুক্র, সেপ্টেম্বর ৬, ২০১৯ ৮:৩৫ অপরাহ্ন

Comments (Total 0)