নগরে পরিবহন পেতেও গুগল!

নগরে পরিবহন পেতেও গুগল!

রাজধানী ঢাকার গণপরিবহনের তথ্য জানা যাবে ঘরে বসেই। কখন, কীভাবে নগরের গণপরিবহনসেবা নিবেন- সেই খবর পাবেন গুগলে। এর জন্যে গুগল ম্যাপে যুক্ত হয়েছে নতুন ফিচার।
গুগল ট্রানজিট নামে নতুন এই এই ফিচারের মাধ্যমে রাজধানী ঢাকায় চলাচলকারী বাস ও ট্রেনের রুট, স্টপেজ ও ভ্রমণের আনুমানিক সময়ও জানতে পারবেন ব্যবহারকারীরা।
৩ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে রাজধানীতে চলাচলকারী বাস ও ট্রেনের জন্য প্রাথমিকভাবে গুগল ট্রানজিট ফিচার চালু হয়েছে।
এর মাধ্যমে গুগল ট্রানজিট ব্যবহারকারী জানতে পারবেন বাস স্টপেজ কোথায়, কত দূরত্বে, কত সময় লাগবে, গন্তব্যে যেতে কোন বাসে উঠতে হবে, কোন পথে যেতে হবে, কোন স্টপেজে থামতে হবে, নির্ধারিত গন্তব্যের ভাড়া কত, আনুমানিক দূরত্ব এমনকি কত সময় লাগবে তাও জানাবে গুগল ট্রানজিট।

যেভাবে ব্যবহার;
অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসে গুগল ম্যাপস খুলতে হবে।
সার্চ অপশনে গন্তব্য লিখতে হবে এবং ডিরেকশনস ট্যাপ করতে হবে কিংবা গো অপশনটিতে ট্যাপ করতে হবে। ঠিক করতে হবে সোর্স ও ডেস্টিনেশন।
ট্রানজিট আইকন ট্যাপ করতে হবে পথ ও গন্তব্যসংক্রান্ত তথ্য জানতে।
এবার রেকমেন্ডেড রুট ট্যাপ করুন রুটের স্টপেজ সংক্রান্ত তথ্য পেতে।
বাসের সময়সূচি ও গন্তব্যের তালিকা জানতে ট্যাপ করুন যেকোনো বাসস্টপ আইকন।
তমহ/বিবি/০৫-১২-২০২০

ক্যাটেগরী: রাজধানী

ট্যাগ: রাজধানী

রাজধানী ডেস্ক, বিবি শনি, ডিসেম্বর ৫, ২০২০ ৪:৪৬ পূর্বাহ্ন

Comments (Total 0)