ট্রাম্পের যুদ্ধকে 'না'

ট্রাম্পের যুদ্ধকে 'না'

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় যে হামলা হয়েছে তার পিছনে ইরান রয়েছে বলে আমার মনে হয় তবে আমি কারো বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চাই না। কারণ আমি এমন একজন ব্যক্তি যে কিনা কখনো যুদ্ধ পছন্দ করি না।

হোয়াইট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প। যদিও সৌদির তেল স্থাপনায়  হামলার পরদিনই ট্রাম্প বলেছিলেন, সৌদি আরবে যে হামলা হয়েছে তার জবাব দেয়ার জন্য আমেরিকা প্রস্তুত রয়েছে। তার একদিন পর তিনি সেই অবস্থান থেকে সরে এলেন।

১৪ সেপ্টেম্বর ইয়েমেনের হুথি আন্দোলন সমর্থিত সেনারা ১০টি ড্রোনের সাহায্যে সৌদি আরবের আরামকো তেল স্থাপনার উপর ভয়াবহ হামলা চালায়। ওই হামলার কারণে সৌদি আরবের শতকরা ৫০ ভাগ তেল উৎপাদন বন্ধ হয়ে গেছে এবং অন্তত এক দশকের মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম শতকরা ১৯ ভাগ বেড়ে গেছে।

এদিকে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি গতকাল তুরস্কে রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইয়েমেনে সৌদি আরব যে আগ্রাসন চালাচ্ছে তার জবাবে ইয়েমেনি জনগণ হামলা চালিয়েছে এবং আত্মরক্ষার ক্ষেত্রে এটা তাদের অধিকার।
#এসএস/বিবি/১৯-০৯-২০১৯

ক্যাটেগরী: বিশ্ব

ট্যাগ: বিশ্ব

বিশ্ব ডেস্ক, বিবি বুধ, সেপ্টেম্বর ১৮, ২০১৯ ১১:৫৯ অপরাহ্ন

Comments (Total 0)