রোকেয়া পদকে পাঁচ জন

রোকেয়া পদকে পাঁচ জন

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ বছর ‘বেগম রোকেয়া পদক’ এর জন্য পাঁচজন বিশিষ্ট নারী ব্যক্তিত্বর মনোনয়ন চূড়ান্ত করেছে । রোববার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারী শিক্ষা, অধিকার, আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে এবছর পদক পাচ্ছেন সেলিনা খালেক।

নারী শিক্ষায় অধ্যক্ষ শামসুন্ননাহার, নারীর অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য পদক পাচ্ছেন ড. নুরুননাহার ফয়জননেসা (মরণোত্তর) । এছাড়া পাপড়ি বসু নারীর অধিকার ও বেগম আখতার জাহান নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার জন্যও পদক পাচ্ছেন।

পদকপ্রাপ্ত নারী ব্যক্তিত্ব বা তার পরিবারের প্রতিনিধিরা সোমবার (৯ ডিসেম্বর) ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ‘বেগম রোকেয়া পদক ২০১৯’ নেবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

#এসএস/বিবি/০৮-১২-২০১৯

ক্যাটেগরী: শিল্পকলা

ট্যাগ: শিল্পকলা

শিল্পকলা ডেস্ক, বিবি রবি, ডিসেম্বর ৮, ২০১৯ ১২:৩৬ অপরাহ্ন

Comments (Total 0)