জুনে সর্বোচ্চ রেমিট্যান্স...

জুনে সর্বোচ্চ রেমিট্যান্স...

গত জুনে দেশে রেমিট্যান্স এসেছে ২১৯ কোটি ৯০ লাখ ডলার। যা মাসের হিসেবে তিন বছরের মধ্যে সর্বোচ্চ। গত বছরের জুন মাসের তুলনায় এবার ১৯ শতাংশ বেশি প্রবাসী আয় এসেছে। রোববার এ তথ্য দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক খাত-সংশ্লিষ্টরা বলছেন, ঈদুল আজহাকে সামনে রেখে প্রবাসীরা পরিবারের কাছে বাড়তি এ অর্থ পাঠিয়েছেন। বিদায়ী অর্থবছরে আগের বছরের তুলনায় রেমিটেন্স এসেছে ৫৮ কোটি ডলার বেশি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জাকির হোসেন চৌধুরী বলেন, ‘কোরবানিটা যাতে ঠিক মতো করতে পারে এ জন্য প্রবাসী ভাইয়েরা রেমিটেন্স একটু বেশি পাঠিয়েছেন। গত বছরের জুনের যে হিসাব তার চেয়ে ১৯ ভাগ বেশি এসেছে।’

এর আগে, ২০২০ সালের জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ২৫৯ কোটি ৮২ লাখ ডলার। ১ থেকে ২৫ জুন পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ২০২ কোটি মার্কিন ডলার। এর পরের কয়েক দিনে তা বেড়ে দাঁড়ায় ২১৯ কোটি ৯০ লাখ ডলারে।

গতবছর জুনমাসে দেশে রেমিট্যান্স আসে ১৮৩ কোটি ৭২ লাখ ডলার। চলতি বছরের আর মে মাসে প্রবাসীরা দেশে পাঠান ১৬৯ কোটি ১৬ লাখ ডলার।

#তমহ/বিবি/৫জুলাই২০২৩

ক্যাটেগরী: অর্থনীতি

ট্যাগ: অর্থনীতি

অর্থনীতি ডেস্ক, বিবি বুধ, জুলাই ৫, ২০২৩ ১১:৩৬ পূর্বাহ্ন

Comments (Total 0)