জুনে পদ্মাসেতু, ডিসেম্বরে মেট্রোরেল

জুনে পদ্মাসেতু, ডিসেম্বরে মেট্রোরেল

গ্রেগরিয়ান ক্যালেন্ডার থেকে বিদায় নিচ্ছে আরো একটি বছর। ২০২২ সাল চলে যাচ্ছে, আসছে ২০২৩ সাল। বিদায়ী বছরে বাংলাদেশের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেবে মেলাতে গেলে প্রাপ্তির দুটি দিক বিশাল। জুন মাসে চালু হয়েছে পদ্মা সেতু। ডিসেম্বরে এসে সচল প্রথম মেট্রোরেল।

বাংলাদেশের গণমাধ্যমে বছরের সবচেয়ে আলোচিত বিষয় ছিল পদ্মা সেতু উদ্বোধন৷ সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত এই প্রকল্প পরিচালিত হয় দেশের নিজস্ব অর্থায়নে৷ ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৯টি জেলা সরাসরি সারাদেশের সঙ্গে যুক্ত করেছে৷

২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু উদ্বোধন করার পরদিন থেকেই সাধারণ মানুষের চলাচলের জন্য তা খুলে দেওয়া হয়৷ যোগাযোগ ব্যবস্থা সহজ করার পাশাপাশি অর্থনীতিতেও এই সেতু নতুন প্রাণ সঞ্চার করেছে৷

বছর শেষ হওয়ার আগে আগে আরেকটি মেগা প্রকল্প মেট্রোরেল প্রকল্পের একটি অংশের উদ্বোধন করা হলো৷ দেশের ইতিহাসে প্রথমবারের মতো যুক্ত হলো মেট্রোরেল৷ ৩১ হাজার কোটিরও বেশি টাকা খরচ হচ্ছে এই প্রকল্পে৷

আপাতত উত্তরা থেকে আগারগাঁও রুটের লাইন খুলে দেওয়া হলো, ফলে যানজটের শহরে ১২ মিনিটে এই দূরত্ব অতিক্রম করা সম্ভব হবে৷ আগামী ডিসেম্বর নাগাদ উত্তরা থেকে কমলাপুর অবধি লাইন সচল হবে- জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা।

#তমহ/বিবি/৩১-১২-২০২২

ক্যাটেগরী: জাতীয়

ট্যাগ: জাতীয়

জাতীয় ডেস্ক, বিবি শুক্র, ডিসেম্বর ৩০, ২০২২ ১:৩৪ অপরাহ্ন

Comments (Total 0)