লেনদেনের সময় বেড়েছে
শেয়ারবাজারে লেনদেনের দৈনিক সময়সীমা আজ ৬ মে বৃহস্পতিবার থেকে এক ঘণ্টা করে বাড়ছে। ব্যাংকিং লেনদেনের সময় বাড়ানোর ঘোষণায় শেয়ারবাজারেও লেনদেনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৫ মে বুধবার এ সিদ্ধান্ত নিয়েছে।
বিএসইসি জানিয়েছে, লেনদেনের সময় বাড়ানোর সিদ্ধান্ত বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। এর ফলে শেয়ারবাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত, মোট সাড়ে তিন ঘণ্টা। বুধবার পর্যন্ত শেয়ারবাজারে লেনদেনের সময়সীমা ছিল সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত, মোট আড়াই ঘণ্টা।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এক বিবৃতিতে আরো জানান, সাড়ে তিন ঘণ্টার লেনদেনের বাইরে ১৫ মিনিট করে ৩০ মিনিট প্রি ওপেনিং ও পোস্ট ক্লোজিং সেশন চলবে। প্রি ওপেনিং সেশনের মাধ্যমে শেয়ারের লেনদেন শুরুর দাম বা ওপেনিং প্রাইস নির্ধারিত হয়। আর পোস্ট ক্লোজিং সেশনের মাধ্যমে দিনের সর্বশেষ মূল্য নির্ধারিত হয়।
#তমহ/বিবি/০৬ ০৫ ২০২১
Share with others:
Recent Posts
Recently published articles!
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ভূমি ডেস্ক, বিবি
-
প্রবাস ডেস্ক, বিবি