দুই মাসে সর্বোচ্চ লেনদেন

দুই মাসে সর্বোচ্চ লেনদেন

শেয়ারবাজারে চাঙা ভাব রয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবসে দুই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে ঢাকার শেয়ারবাজারে। এসময় ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) সাড়ে ৬৪ শতাংশের বেশি কোম্পানির শেয়ার দর বেড়েছে। একই চিত্র চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। বেড়েছে সার্বিক সূচক ও লেনদেন।

৫ আগস্ট বৃহস্পতিবার লেনদেনের শুরু থেকেই মূল্যসূচকের উত্থান ছিলো ঢাকার শেয়ারবাজারে। লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬০ দশমিক দুই শূণ্য পয়েন্ট। অবস্থান করছে রেকর্ড স্থানে ৬ হাজার ৫৯৬ পয়েন্টে।

আবারো দুই হাজার কোটির ঘর ছাড়িয়েছে লেনদেনের পরিমাণ। আজ মোট লেনদেন হয়েছে ২ হাজার ৫১১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার। যা আগের কার্যদিবস থেকে ১৯৭ কোটি ১৭ লাখ টাকা বেশি।

লেনদেনে অংশ নেওয়া ৩৭৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪২টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত আছে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা দ্বিতীয় জিপিএইচ ইস্পাত তৃতীয় অবস্থানে।

দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে সিভিও পেট্রোক্যামিকেল, দ্বিতীয় উসমানিয়া গ্লাস শিট এবং তৃতীয় অবস্থানে ঢাকা ডাইং।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে ১৭৪ দশমিক পয়েন্ট, লেনদেন হয়েছে ৮১ কোটি ১৪ লাখ টাকা।

#তমহ/বিবি/০৫ ০৮ ২০২১


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: বুধ, আগষ্ট ৪, ২০২১ ৮:০৭ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!