হাউজফুল হল!
ঈদে নতুন সিনেমা দেখতে হলে হলে ভিড় করছেন অসংখ্য সিনেমাপ্রেমী। বেলা বাড়ার সাথে সাথেই হলে দীর্ঘ হচ্ছে মানুষের সারি। এ বছর মোট ৯ টি সিনেমা মুক্তি পেয়েছে এবং অধিকাংশ সিনেমা নিয়েই দর্শকদের মাঝে উৎসাহ দেখা যাচ্ছে।
ঈদকে কেন্দ্র করে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে নতুন ৫ টি সিনেমা এসেছে। প্রত্যেকটি সিনেমা হাউজফুল যাচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা৷ সিনেমা দেখার পর মিশ্র প্রতিক্রিয়া দর্শকদের মাঝে। কেউ বলছেন সিনেমা ভালো হয়েছে কেউ বলছেন আশানুরূপ মনে হয়নি।
দর্শকদের মন জয় করে নিয়েছে ভিন্ন ঘরানার সিনেমা আদম। প্রতিটি শোর সব টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে৷ এছাড়া লিডার আমিই বাংলাদেশ, কিল হিম, লোকাল, জ্বীন সব কটি সিনেমা নিয়েই দর্শকদের মাঝে উৎসাহ দেখা যাচ্ছে
এক ঈদে এতগুলো ছবি মুক্তি পাওয়া অবশ্যই দর্শকের জন্য সুখবর। সিনেমার সাথে সাথে বাড়বে হলের সংখ্যা এবং বাংলা সিনেমার সুদিন আবারও ফিরবে এমনটাই প্রত্যাশা সিনেমাপ্রেমীদের।
#তমহ/বিবি/২৩এপ্রিল২০২৩
Share with others:
Recent Posts
Recently published articles!
-
ব্যাংক ডেস্ক, বিবি
-
জাতীয় ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি