নভেম্বরে মূল্যস্ফীতি ৬.০৫ শতাংশ

নভেম্বরে মূল্যস্ফীতি ৬.০৫ শতাংশ

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন নভেম্বরে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক শূন্য ৫ শতাংশে।  তিনি বলেন, মূল্যস্ফীতি বৃদ্ধির প্রধান নায়ক পেঁয়াজ। পেঁয়াজের দাম এবং সবজির দাম কমলে মূল্যস্ফতি কমে যাবে। আমরা আশা করছি সেটি। যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৪৭ শতাংশ।

খাদ্যপণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬ দশমিক ৪১ শতাংশে এবং খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৭ শতাংশে।

এদিকে, গ্রামে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে হয়েছে ৬ দশমিক শূন্য ১ শতাংশ এবং খাদ্যপণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬ দশমিক ৫৪ শতাংশে। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি হয়েছে ৪ দশমিক ৯৯ শতাংশ। শহরে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে দাড়িয়েছে ৬ দশমিক ১২ শতাংশে। 

#এসএস/বিবি/১৪-১২-২০১৯

ক্যাটেগরী: অর্থনীতি

ট্যাগ: অর্থনীতি

অর্থনীতি ডেস্ক, বিবি শনি, ডিসেম্বর ১৪, ২০১৯ ১২:৩৪ অপরাহ্ন

Comments (Total 0)